SRFTI Admission 2026

তথ্যচিত্র তৈরি কিংবা চিত্রনাট্য লেখার খুঁটিনাটি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ! কারা আবেদন করবেন?

দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ফাইন আর্টস শাখার অধীনে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চিত্রনাট্য শেখার খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করার সুযোগ দেবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সিনেমা, টেলিভিশনের জন্য চিত্রনাট্য লেখা, সম্পাদনা, শব্দগ্রহণ, অ্যানিমেশন তৈরির কাজ সংক্রান্ত বিষয় নিয়েও পড়াশোনার জন্য স্নাতকোত্তর স্তরে ভর্তি নেবে ওই প্রতিষ্ঠান।

Advertisement

কোন কোন বিষয় পড়ার সুযোগ?

  • মাস্টার অফ ফাইন আর্টস ইন ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া-র (এমএফএ-ইডিএম) অধীনে রাইটিং, ম্যানেজমেন্ট, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন অ্যান্ড প্রোডিউসিং, এডিটিং, সাউন্ড বিষয়গুলি পড়াশোনার সুযোগ থাকছে।
  • এ ছাড়াও এমএফএ ইন সিনেমা-র অধীনে প্রোডিউসিং ফর ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং, সিনেমাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজ়াইন, এডিটিং এবং অ্যানিমেশন সিনেমা বিষয়ে ডিগ্রি কোর্সেও ভর্তি নেওয়া হবে।
  • পাশাপাশি, স্ক্রিন অ্যাক্টিং, ডকুমেন্টারি সিনেমা, স্ক্রিনরাইটিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সেও ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

কারা ভর্তি হতে পারবেন?

যে কোনও বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। তবে, তাঁদের একটি প্রবেশিকা দিতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে।

কবে কোথায়?

ফেব্রুয়ারি, ২০২৬-এ প্রবেশিকা হতে চলেছে। উল্লিখিত কোর্সের ক্লাস অগস্ট থেকে শুরু হবে। তবে, এখনও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়নি। অনলাইনে ভর্তির পোর্টাল চালু হবে শীঘ্রই।

Advertisement
আরও পড়ুন