ছবি: এআই।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ক্রীড়া বিভাগের প্রশাসনিক কাজ শিখে নিতে পারবেন। তাঁদের ক্রীড়া বিজ্ঞান, খেলোয়াড়দের সহযোগিতার বিধি, ডোপিং সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৬ থেকে শুরু হতে চলেছে ওই ইন্টার্নশিপ।
স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি, ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি-র মতো সংস্থার অধীনে ওই প্রশিক্ষণ নিতে পারবেন পড়ুয়ারা। খেলাধূলা বিষয়ে আগ্রহী পড়ুয়াদের সৃজনশীলতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করতে পেশাদার এবং অভিজ্ঞদের অধীনে ওই প্রশিক্ষণ চলবে।
ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীনে এমন ৪৫২টি ইন্টার্নশিপ চালু হতে চলেছে। দেশের ক্রীড়া প্রশাসনিক বিভাগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাজের সুযোগ দিতেই এই বিশেষ উদ্যোগ। ভবিষ্যৎ পেশার জন্য বিশেষজ্ঞ হিসাবে যাতে পড়ুয়ারা বিশেষ প্রস্তুতি নিতে পারেন, তা-ও সুনিশ্চিত করা হবে।
খেলার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়, যেমন সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, আইনি জটিলতা, তথ্য বিশ্লেষণ, ডোপিং সংক্রান্ত বিধি নিষেধ, নমুনা পরীক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে খেলার নিয়মকানুন নিয়ে পড়াশোনা এবং কাজের প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা। এ ছাড়াও বিশেষ ম্যাচের ব্যবস্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের খুঁটিনাটিও শেখার সুযোগ থাকছে। প্রশিক্ষণ চলাকালীন খেলো ইন্ডিয়া, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, টার্গেট এশিয়ান গেমস গ্রুপ-এর মতো প্রকল্পেও কাজের সুযোগ থাকবে। জানুয়ারি এবং জুলাই মাসে প্রশিক্ষণ পর্ব শুরু হবে।