ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কন্যাকে স্কুটারে চাপিয়ে রাস্তায় বেরিয়েছিলেন এক তরুণ। একটানা বৃষ্টির কারণে রাস্তার আনাচকানাচে জল জমে রয়েছে। স্কুটার চালানোর সময় তরুণের পাশ দিয়ে একটি গাড়ি ছুটে বেরিয়ে গেল। দ্রুত গতিতে অতিক্রম করার ফলে রাস্তা থেকে জল ছিটকে গিয়ে পড়ল তরুণের গায়ে। পোশাক ভিজে যাওয়ায় রেগে আগুন হয়ে গেলেন তরুণ। স্কুটার থেকে নেমে রাস্তা থেকে ইট তুলে গাড়ির কাচ ভাঙচুর করতে শুরু করলেন তিনি। গাড়ির চালক যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য সন্তানকে পাহারায় দাঁড় করিয়ে দিলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হারুকা সুজ়ুমোরি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ব্যস্ত রাস্তায় তাঁর স্কুটার থামিয়ে হাতে ইট নিয়ে একটি গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে পড়েছেন। গাড়িটির সামনের কাচ ইট দিয়ে ভেঙে ভিতর ঢুকে পড়লেন তিনি। তাঁর ছোট্ট কন্যাকে আবার ইশারা করে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিলেন তরুণ। এই ঘটনাটি চিনে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কুটারে কন্যাকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সেই তরুণ।
বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় বিভিন্ন জায়গায় জল জমেছিল। স্কুটার চালিয়ে যাওয়ার সময় তরুণের পাশ দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যান এক ব্যক্তি। গাড়িটির চালক তরুণের গায়ে ভুলবশত জল ছিটিয়ে এগিয়ে যান। তা দেখে খেপে যান তরুণ। স্কুটার নিয়ে গাড়ির পিছনে ছোটেন তিনি। গাড়ির চালক যেন পালিয়ে না যান, সে কারণে কন্যাকে গাড়ির সামনে পাহারা দিয়ে দাঁড় করিয়ে রাখেন তরুণ।
রাস্তা থেকে ইট তুলে গাড়ির সামনের কাচ ভাঙতে শুরু করেন তিনি। বনেটের উপর দাঁড়িয়ে পড়ে গাড়ির ভিতর ঢুকে পড়েন তরুণ। ভিডিয়োটি দেখার পর তরুণকে কটাক্ষ করতে শুরু করেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গাড়ির সামনে এ ভাবে ওই ছোট্ট শিশুকে দাঁড় করিয়ে রাখার কোনও অর্থ নেই। সে-ও বা তার বাবার কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে!’’