Viral Video

বিমানবন্দরে বাবাকে দেখে জড়িয়ে ধরতে ছুটে গেল শিশুকন্যা, খুদেকে মাঝপথে আটকালেন জওয়ান! তার পর… ভাইরাল ভিডিয়ো

বাবাকে জড়়িয়ে ধরার জন্য দৌড়ে বিমানবন্দরের ভিতর ঢুকে পড়ছিল তাঁর সন্তান। দরজার কাছে দাঁড়িয়েছিলেন সিআইএসএফ-এর এক জওয়ান। শিশুটিকে দৌড়তে দেখে তার পথ আটকে দাঁড়িয়ে পড়েন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু দিন পর বাবার সঙ্গে দেখা হয়েছে শিশুকন্যার। দূর থেকে বাবাকে আসতে দেখে আনন্দ আর ধরে রাখতে পারেনি সে। বাবাকে জড়িয়ে ধরবে বলে একছুটে বিমানবন্দরের ভিতর ঢুকে পড়ছিল সে। কিন্তু খুদেকে দৌড়ে আসতে দেখে তাকে বাধা দিলেন সিআইএসএফ-এর এক জওয়ান। বালিকার হাত ধরে তার পথ আটকালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

শনিবার দুপুরে সিআইএসএফ তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে দৌড়ে ঢুকতে যাচ্ছে এক বালিকা। তা দেখে পথ আটকে দাঁড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। আসলে, বিমানবন্দরে বাবাকে নিতে এসেছিল সেই বালিকা। বহু দিন পর বাবাকে দেখে আনন্দ আর ধরে রাখতে পারেনি সে। বাবাকে জড়়িয়ে ধরার জন্য দৌড়ে বিমানবন্দরের ভিতর ঢুকে পড়ছিল সে। দরজার কাছে দাঁড়িয়েছিলেন সিআইএসএফ-এর এক জওয়ান।

শিশুটিকে দৌড়োতে দেখে তার পথ আটকে দাঁড়িয়ে পড়েন তিনি। তার পর সেই বালিকাকে দরজার বাইরেই অপেক্ষা করতে বলেন। বিমানবন্দর থেকে ওই বালিকার বাবা বেরিয়ে এলে তাঁর কোলে ঝাঁপিয়ে পড়ে শিশুটি। সন্তানকে কোলে নিয়ে হাসিমুখে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তরুণ। বাবা-মেয়ের দিকে হাসিমুখে তাকিয়ে থাকেন জওয়ান।

বিমানবন্দরে দৌড়ে যাওয়ার সময় বালিকা যদি পা পিছলে পড়ে যায়, সেই বিপদ আঁচ করেছিলেন জওয়ান। তাই তার পথ আটকে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। জওয়ানের এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়়িয়ে পড়তে প্রশংসার বন্যা বয়ে যায় নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জওয়ানের পদক্ষেপ দেখে বোঝা যায়, সহানুভূতির সঙ্গেও কর্তব্য পালন করা যায়।’’

Advertisement
আরও পড়ুন