Crystal Bracelet Benefits

রকমারি বর্ণের ক্রিস্টালের ব্রেসলেটে মণিবন্ধ সাজাচ্ছেন? সেগুলির উপকারিতা সম্বন্ধে জানেন তো? খোঁজ দিলেন জ্যোতিষী

ক্রিস্টালের গয়না শুধু যে সাজগোজের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয়। এটা ধারণ করলে মানুষের জীবনে শান্তি, ইতিবাচক শক্তি, সম্পদ, সুরক্ষা, প্রেম, সুস্থতা প্রভৃতি আসে বলে বিশ্বাস করা হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩
bracelet

—প্রতীকী ছবি।

বর্তমানে ক্রিস্টাল ব্রেসলেট অনেকেই ধারণ করছেন। এই ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করলে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। ক্রিস্টাল ব্রেসলেট হল বিভিন্ন প্রাকৃতিক স্ফটিক। যেমন অ্যামেথিস্ট, রোজ় কোয়ার্টজ়, সিট্রিন, পাইরাইট, টাইগার’স আই প্রভৃতি গেঁথে তৈরি করা হাতে পরার গয়না। এই গয়না শুধু যে সাজগোজের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয়। এটি ধারণ করলে মানুষের জীবনে শান্তি, ইতিবাচক শক্তি, সম্পদ, সুরক্ষা, প্রেম, সুস্থতা প্রভৃতি আসে বলে বিশ্বাস করা হয়। এক একটা ক্রিস্টাল ব্রেসলেট ধারণে এক এক রকম ফল লাভ হয়।

Advertisement

কোন ক্রিস্টাল ব্রেসলেটের কী কাজ?

১) পাইরাইট: সম্পদ আকর্ষণে সহায়ক। এই ব্রেসলেট ‘মানি ম্যাগনেট’ হিসাবে পরিচিত।

২) অ্যামেথিস্ট: আধ্যাত্মিক চেতনা উন্মুক্ত করে। জীবনে সুরক্ষা এবং প্রশান্তি আনতে সহায়ক।

৩) গ্রিন অ্যাভেন্টুরিন: জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনার জন্য পরিচিত।

৪) রোজ় কোয়ার্টজ়: প্রেম, সহানুভূতি এবং ভালবাসার প্রতীক।

৫) সিট্রিন: প্রাচুর্য, সাফল্য এবং ধনসম্পদ আকর্ষণ করে।

৬) টাইগার’স আই: নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয়। সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়।

৭) ক্লিয়ার কোয়ার্টজ়: শক্তি, স্বচ্ছতা ও একাগ্রতা বৃদ্ধি করে।

উপকারিতা:

প্রত্যেকটা ক্রিস্টালের নিজস্ব কম্পন বা শক্তি আছে, যা আমাদের মন এবং শরীরকে প্রভাবিত করে। আমাদের সুখশান্তি, সম্পদ বাড়ায় এবং মানসিক চাপ কমিয়ে ইতিবাচক চিন্তাভাবনা বাড়াতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন