Shani Sadesati 2026

২০২৬-এও মীনের জাতক-জাতিকারা মুক্তি পাবেন না শনির সাড়েসাতি থেকে, তালিকায় আরও দুই রাশি! প্রতিকার কী?

২০২৬-এ তিনটে রাশির উপর থাকবে শনির সাড়েসাতির প্রভাব। কারও কম, কারও বেশি, কিন্তু শনির রূঢ় প্রভাবের শিকার এই তিন রাশির জাতক-জাতিকাদের হতে হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:০৮
shanidev

—প্রতীকী ছবি।

২০২৬ শুরু হওয়ার সময় প্রায় এসেই গেল। এই বছর তিনটে রাশির উপর থাকবে শনির সাড়েসাতির প্রভাব। কারও কম, কারও বেশি, কিন্তু শনির রূঢ় প্রভাবের শিকার এই তিন রাশির জাতক-জাতিকাদের হতে হবে বলে মনে করা হচ্ছে। তবে সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন সাড়েসাতি কী, শনি গ্রহ কোন অবস্থানে থাকলে সাড়েসাতি হয়।

Advertisement

সাড়েসাতি দশা কী?

শনি গ্রহ যখন কোনও রাশির দ্বাদশ, প্রথম বা দ্বিতীয় ঘরে অবস্থান করে, তখন সেই রাশিতে সাড়েসাতির দশা চলে। শনি যখন যে রাশির এই তিন ঘরের কোনও একটিতে থাকে, তখন সেই রাশির এবং তার আগে ও পরের রাশিতে সাড়েসাতি চলে। সাড়ে সাত বছর ধরে চলে বলে একে সাড়েসাতি বলা হয়।

২০২৬ সালে কোন কোন রাশিতে সাড়েসাতির প্রভাব চলবে?

মেষ: ২০২৬ সালে মেষ রাশির জাতক-জাতিকাদের সাড়েসাতির প্রথম পর্যায় চলবে। এর ফলে এঁদের জীবনে আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে চাপ পরিলক্ষিত হবে। কঠোর পরিশ্রম করলে ভাল ফল পেতে পারেন।

প্রতিকার:

১) শনিবার শনি মন্দিরে সর্ষের তেল দান করুন।

২) বাড়িতে বা হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করতে পারেন।

৩) গরিব-দুঃখীদের নিজের সাধ্যমতো সেবা করুন।

৪) শনিবার অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।

মীন: এই রাশির জাতক-জাতিকাদের সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলবে।

এর ফলে এঁদের জীবনে কোনও শুভ পরিবর্তন এবং নতুন কোনও সুযোগ আসবে। দায়িত্ব বৃদ্ধি পাবে। তবে মানসিক অবসাদ সামান্য হলেও থাকবে।

প্রতিকার:

১) শনিবার কালো জিনিস, জুতো বা কালো পোশাক দান করুন।

২) কালো কলাই ডাল দান করতে পারেন।

৩) মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাড়েসাতির শেষ পর্যায় চলবে। এর ফলে এঁদের আর্থিক দিকের কিছুটা হলেও উন্নতি হবে। আটকে থাকা কাজ ধীরে ধীরে মিটতে শুরু করবে।

প্রতিকার:

১) শনিবার কালো মাটির প্রদীপ শনি মন্দিরে জ্বালুন।

২) তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালুন অথবা তিলের তেল শনি মন্দিরে দান করুন।

৩) কাক, কুকুরকে সামান্য সর্ষের তেল মাখিয়ে রুটি খাওয়ান।

Advertisement
আরও পড়ুন