2026 Sun Year

অগ্নিকারক রবির প্রভাবের বছর ২০২৬! এর ফলে কি অগ্নিকাণ্ডের পরিমাণ বৃদ্ধি পাবে? ভারতে কী প্রভাব পড়বে?

গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তির উপর প্রভাব দান করে, তেমনই রাষ্ট্রের প্রাকৃতিক ঘটনা, অর্থনৈতিক বিষয়, রাজনীতি ইত্যাদির উপরও প্রভাব ফেলে। রবির বছরে ভারতের উপর কী প্রভাব পড়তে পারে দেখে নেওয়া যাক।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৪
sun astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী ২০২৬ রবির প্রভাবের বছর। ২০২৫ ছিল মঙ্গলের প্রভাবের বছর, ২০২৬ রবির প্রভাবের বছর। উভয় গ্রহই অগ্নিকারক গ্রহ। ২০২৫ এবং ২০২৬, এই দুই বছরের মধ্যে কিছু বিষয়ে পার্থক্য থাকলেও, নানা বিষয়ে অনেক মিল থাকবে বলে মনে করা হচ্ছে। ২০২৬ কেমন যাবে বা কোন বিষয়ে বিশেষ প্রভাব পড়বে জানতে রবি গ্রহের সম্পর্কে জানা প্রয়োজন।

Advertisement

রবি অগ্নিকারক গ্রহ। অহং, জেদ, উগ্রতা, দ্রুততা, সরকারি কাজ, রাজনৈতিক সম্পর্ক ইত্যাদির উপর রবির প্রভাব রয়েছে। গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তির উপর প্রভাব দান করে, তেমনই রাষ্ট্রের প্রাকৃতিক ঘটনা, অর্থনৈতিক বিষয়, রাজনীতি ইত্যাদির উপর প্রভাব ফেলে। রবির বছরে ভারতের উপর কী প্রভাব পড়তে পারে দেখে নেওয়া যাক।

রবির প্রভাবের কারণে আগামী বছর স্বাভাবিকের তুলনায় গরম বৃদ্ধির আশঙ্কা প্রবল। দেশের অভ্যন্তরে অশান্তি বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক মতবিরোধের আশঙ্কা রয়েছে। রবির প্রভাবে অহং এবং জেদ বৃদ্ধি পাওয়ার কারণে দেশের অভ্যন্তরে রাজনৈতিক মতবিরোধ চূড়ান্ত আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। অন্যান্য দেশের সঙ্গে মতবিরোধ সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। পূর্ব দিকে সমস্যা সৃষ্টির আশঙ্কা বেশি। বেশির ভাগ সমস্যাই সৃষ্টি হতে পারে পূর্ব দিক থেকে। এমনকি পূর্বে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার ফলে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তন ঘটবে। শত্রু রাষ্ট্রের সঙ্গে ঠান্ডা লড়াই হতে পারে। পৃথিবীব্যাপী আর্থিক অবস্থার পরিবর্তনের অশুভ প্রভাবে ভারতও ভুগবে। রাজনৈতিক পরিবর্তন হতে পারে (মন্ত্রী বা দফতরের পরিবর্তন)।

অপ্রত্যাশিত কঠিন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং তা শীঘ্র বলবৎ করতে হবে। রাষ্ট্রীয় সুসিদ্ধান্তের কারণে দেশের গৌরব বৃদ্ধি পাবে। রাজনৈতিক বা কূটনৈতিক স্তরে দেশের গৌরব বৃদ্ধি পাবে। সোনা, তামা ইত্যাদি ধাতুর মূল্য বৃদ্ধি হতে পারে। অগ্নুৎপাত, বজ্রপাত, অগ্নিকাণ্ড বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

Advertisement
আরও পড়ুন