Wealthy Zodiac Signs

টাকার সমস্যা কাকে বলে জানে না, ‘লক্ষ্মী’ নিজে এদের ঠিকানা খুঁজে নেয়! চুম্বকের মতো টাকা আকর্ষণ করে পাঁচ রাশি

এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা হাড়ভাঙা পরিশ্রম না করেই প্রচুর অর্থ লাভ করে ফেলেন। টাকা নিজেই যেন এঁদের সঙ্গ ছাড়তে চায় না। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রে পাঁচ রাশির ব্যক্তিদের কখনও অর্থসমস্যার সম্মুখীন হতে হয় না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮
money astrology

—প্রতীকী ছবি।

জীবনে টাকার প্রয়োজন সকলেরই থাকে। এ বিশ্বসংসারে টাকার প্রতি টান নেই এমন মানুষ পাওয়া হয়তো দুর্লভ। কিন্তু টাকা এমন একটা জিনিস যা চাইলেই পাওয়া যায় না। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। যদিও সেটা করলেই যে মনের মতো টাকা আয় হবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে এমনও কিছু মানুষ রয়েছেন যাঁরা হাড়ভাঙা পরিশ্রম না করেই প্রচুর অর্থ লাভ করে ফেলেন। টাকা নিজেই যেন এঁদের সঙ্গ ছাড়তে চায় না। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রে পাঁচ রাশির ব্যক্তিদের কখনও অর্থসমস্যার সম্মুখীন হতে হয় না। টাকা না থাকলে কত রকমের সমস্যায় পড়তে হয় তা এঁদের জানাই নেই। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশিকে অর্থসমস্যা ছুঁতে পারে না?

বৃষ: রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ অর্থভাগ্যের দিক দিয়ে রয়েছে প্রথমে। এই রাশির ব্যক্তিরা সর্বদা পরিকল্পনা করে ভবিষ্যতের দিকে পা বাড়ান। খরচের ব্যাপারেও এঁরা খুব ভেবেচিন্তে পদক্ষেপ করেন। সেই কারণে বৃষ রাশির ব্যক্তিদের অর্থ সংক্রান্ত চিন্তার মুখে পড়তে হয় না। এঁদের ধৈর্য, পরিশ্রম করার ক্ষমতা ও সচেতনতা বৃষ রাশির মানুষদের অর্থ সংক্রান্ত সকল চিন্তা থেকে দূরে রাখে।

কন্যা: নিখুঁত প্রেমী কন্যা রাশির ব্যক্তিরা খরচের ব্যাপারেও বুঝেশুনে এগোন। এঁরা বাড়তি খরচ করতে মোটেই পছন্দ করেন না। যেটুকু প্রয়োজন, সেটুকুর পিছনেই টাকা ঢালেন। তার বাইরে লোকদেখানো অর্থব্যয় এঁরা করেন না। সেই কারণে বন্ধুমহলে কন্যা রাশির ব্যক্তিদের ভাগ্যে কৃপণ তকমাও জোটে। কিন্তু এ সবে তাঁদের কিছু আসে-যায় না। সঞ্চয়ের ব্যাপারে এঁরা নিজেদের নিপুণতা বজায় রেখে চলেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিদের ষষ্ঠেন্দ্রিয় খুব সজাগ হয়। সেই কারণে এঁরা আগে থাকতেই বুঝতে পারেন সামনেই খরচের ধাক্কা আসছে কি না। সেই রকম কিছু বুঝলে এঁরা সতর্ক হয়ে যান। এর ফলে তাঁদের অর্থাভাবে পড়তে হয় না। জরুরি প্রয়োজনে এঁদের কাছে সর্বদা টাকা প্রস্তুত থাকে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা সঞ্চয়ে পটু হন। এঁরা বিনিয়োগ করেও ভাল লাভ করেন।

মকর: শনির রাশি মকরকেও অর্থচিন্তা ছুঁতে পারে না। এঁরা অল্প বয়স থেকেই সফলতার পিছনে ছুটে চলেন। কঠোর পরিশ্রমের দ্বারা সেই স্বপ্ন পূরণও করেন। পরিশ্রম করতে ভয় পান না বলেই মকরের জাতক-জাতিকাদের কখনও টাকার অভাব হয় না। এই রাশির ব্যক্তিদের নিয়মশৃঙ্খলা তাঁদের অর্থ সঞ্চয়ে সাহায্য করে। একটা সময় পর গিয়ে কাজ করা বন্ধ করে দিলেও এঁদের আর কোনও সমস্যা হয় না।

মীন: সৃজনশীল মীন রাশির ব্যক্তিরা যে কোনও ক্ষেত্র থেকে আয় করতে পারেন। এঁদের সেই ক্ষমতা রয়েছে। অন্যেরা যেটিকে তুচ্ছ মনে করেন, এঁরা সেটিকেই কাজে লাগিয়ে দারুণ কিছু করে ফেলতে পারেন। সেই কারণে এঁদের কখনও উপার্জন করা নিয়ে চিন্তায় পড়তে হয় না। অর্থভাগ্য মীন রাশির ব্যক্তিদের সর্বদা ভালই থাকে।

Advertisement
আরও পড়ুন