Birthmark Astrology

গতজন্মে বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা? অতীত জীবন কেমন ছিল সন্ধান দেবে জন্মদাগ! খোঁজ দিলেন জ্যোতিষী

এক জন মানুষের শরীরে থাকা জন্মদাগ বিচার করে তাঁর ভবিষ্যৎ, ব্যক্তিত্ব প্রভৃতি সম্বন্ধে একটা ধারণা দেওয়া সম্ভব। তবে আরও একটি বিশেষ জিনিসের খোঁজ দিতে সক্ষম জন্মদাগ।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৯
birth mark

—প্রতীকী ছবি।

অনেক মানুষের শরীরের জন্মদাগ থাকতে দেখা যায়। নানা প্রশাসনিক ক্ষেত্রে নিজের পরিচয়ের প্রমাণ দিতে জন্মদাগের সাহায্য লাগে। জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব রয়েছে। এক জন মানুষের শরীরে থাকা জন্মদাগ বিচার করে তাঁর ভবিষ্যৎ, ব্যক্তিত্ব প্রভৃতি সম্বন্ধে একটা ধারণা দেওয়া সম্ভব। তবে আরও একটি বিশেষ জিনিসের খোঁজ দিতে সক্ষম জন্মদাগ। কোনও মানুষ তাঁর অতীত জীবনে কী করেছেন বা সেটি কেমন ছিল তার একটা ধারণা মানুষের শরীরের বিভিন্ন অংশে থাকা জন্মদাগ থেকে পাওয়া সম্ভব।

Advertisement

কোন স্থানে থাকা জন্মদাগ অতীত জীবন সম্বন্ধে কী বলে?

ঘাড় বা গলা: ঘাড় বা গলায় জন্মদাগ থাকা ব্যক্তিরা অতীত জীবনে হতাশার শিকার হয়েছিলেন বলে মনে করা হয়। এঁরা তাঁদের পূর্বজন্মে কোনও দীর্ঘ শারীরিক অসুস্থতা বা মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান করা হয়ে থাকে।

বুক: যে সকল ব্যক্তিদের বুকে জন্মদাগ থাকে, তাঁরা পূর্বজন্মের কষ্ট এই জন্মেও মনে বয়ে বেড়ান বলে ধারণা রয়েছে। এঁরা হয়তো গতজন্মে সম্পর্কে জড়িয়ে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। তাই এই জন্মে এঁরা চেয়েও মন খুলে কাউকে বিশ্বাস করে উঠতে পারেন না।

পেট বা নাভির আশপাশে: পেট বা নাভির আশপাশে জন্মদাগ থাকা জাতক-জাতিকারা পূর্বজন্মে বহু বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন বলে মনে করা হয়। গতজন্মটা এঁদের কষ্টেই কেটেছে। একাকিত্ব ও অবসাদ ছিল এঁদের নিত্যসঙ্গী। হয়তো এঁদের মৃত্যুর নেপথ্যেও ছিল মানসিক যন্ত্রণা।

পিঠ: পিঠে জন্মদাগ থাকা জাতক-জাতিকাদেরও গতজন্ম কষ্টেই কেটেছে বলে মনে করা হয়। এঁরা বার বার ভালবাসার কাছে ছুটে গেলেও, ভালবাসা বরাবরই এঁদের থেকে মুখ ফিরিয়ে থেকেছে। জীবনে চলার পথে এঁদের বহু বার ধাক্কা খেতে হয়েছে।

পায়ের পাতা বা আঙুল: যে সকল জাতক-জাতিকার পায়ের পাতা বা আঙুলে জন্মদাগ রয়েছে, তাঁদের পূর্বজন্ম অস্থিরতায় পরিপূর্ণ ছিল বলে মনে করা হয়। গতজন্মটা এঁদের উদ্বেগেই কেটেছে বলে মনে করা হয়। এঁদের বিরুদ্ধে কোনও চক্রান্ত করা হয়েও থাকতে পারে।

কানে: কানে বা তার আশপাশে জন্মদাগ থাকা জাতক-জাতিকারা পূর্বজন্মে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন বলে মনে করা হয়। এঁরা হয়তো কোনও বড় মাপের ধর্মগুরু বা সন্ন্যাসী ছিলেন। এঁদের আধ্যাত্মিক জ্ঞান ছিল সকলের থেকে আলাদা ও শ্রেষ্ঠ।

Advertisement
আরও পড়ুন