Poush Maash Rituals

ফাল্গুনে সন্তানের বিয়ে বলে এখন থেকেই নিমন্ত্রণ করতে শুরু করে দিয়েছেন? পৌষে এই কাজ করলে সমস্যা হবে না তো?

পৌষ মাসে বিয়ে কেন, বিয়ের নিমন্ত্রণ পর্যন্ত করা উচিত নয় বলে মনে করা হয়। বিয়ে ছাড়া অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু প্রভৃতি কোনও শুভ কাজই করা যাবে না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩২
wedding card

—প্রতীকী ছবি।

আমাদের বাংলা ১২ মাসের মধ্যে এমন কয়েকটা মাস রয়েছে, যে মাসে বিয়ে সংক্রান্ত কোনও শুভ কাজই করতে নেই। তার মধ্যে অন্যতম হল পৌষ মাস। এর বিশেষ একটা কারণ রয়েছে। শুধু বিয়ে কেন, বিয়ের নিমন্ত্রণ পর্যন্ত করা উচিত নয় বলে মনে করা হয়। বিয়ে ছাড়া অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু প্রভৃতি কোনও শুভ কাজই করা যাবে না।

Advertisement

অনেক সময় দেখা যায়, পৌষ মাসে বিয়ের দেখাশোনা করা হচ্ছে। এই দেখাশোনার কাজও পৌষ মাসে একেবারেই করা যাবে না। পৌষ মাসে শুভ কাজ না করার কারণ হল, এই সময় সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করে। এর ফলে এই মাসকে খর মাস বা মল মাস বলা হয়। খর মাসে কোনও শুভ কাজ করতে নেই। এই সময় সূর্যের গতি কিছুটা হ্রাস পায়। খর মাস বলে কোনও শুভ কাজ না করাই ভাল। তার পরের মাস থেকে আবার সব শুভ কাজ করা যায়।

এ ছাড়াও, একসময় যখন বেশির ভাগ মানুষের জীবিকাই ছিল চাষবাস, তখন এই পৌষ মাসেই ধান কাটা হত এবং সারা বছরের জন্য সঞ্চয় করা হত। এর ফলে তাঁদের হাতে সময় খুব কম থাকত। আর সময় কম থাকার ফলে বাড়িতে কোনও বড় শুভ অনুষ্ঠান করা সম্ভব হত না।

পৌষ মাসে কোন শুভ কাজগুলি করতে হয়:

১) এই মাসে নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করুন।

২) সকাল-সন্ধ্যায় তুলসীমাতার পুজো করতে হবে।

৩) শ্রীবিষ্ণুর এবং শ্রীকৃষ্ণের পুজো করুন।

Advertisement
আরও পড়ুন