—প্রতীকী ছবি।
পৌষ মানেই গঙ্গাসাগরে শাহিস্নানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া। ইতিমধ্যে সাগরের পার্শ্ববর্তী অঞ্চলে থাকা হিন্দুরা মকর সংক্রান্তির দিন গোনা শুরু করে দিয়েছেন। ২০২৫-এ প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা পালিত হয়েছিল। পশ্চিমবঙ্গের ত্রিবেণীতেও শয়ে শয়ে মানুষ ভিড় করেছিলেন গঙ্গায় ডুব দিয়ে পুণ্য অর্জন করার উদ্দেশ্য নিয়ে। ২০২৬-এ মহাকুম্ভ না হলেও প্রয়াগরাজ ইতিমধ্যে সেজে উঠছে মাঘীমেলার জন্য।
প্রতি বছর পৌষপূর্ণিমা থেকে শুরু হয় মাঘীমেলা আর চলে শিবরাত্রি পর্যন্ত। এই সময় বিশেষ কিছু দিন দেখে গঙ্গায় স্নান করলে পুণ্য অর্জন করা সম্ভব বলে মনে করা হয়। বাড়ি থেকে স্বল্প দূরে সাগরে গিয়ে স্নান করুন বা বাবুঘাটে গিয়ে গঙ্গাস্নান অথবা সপরিবার প্রয়াগরাজে গিয়ে আত্মশুদ্ধির জন্য গঙ্গাস্নান করুন, মনে নিষ্ঠা থাকলে ফল সবেতেই পাবেন।
কবে থেকে শুরু হচ্ছে মাঘীমেলা?
২০২৬-এর প্রথম পূর্ণিমা, ৩ জানুয়ারি ২০২৬, পৌষপূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে মাঘীমেলা। চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬, শিবরাত্রি পর্যন্ত।
পুণ্যস্নানের দিনগুলি কবে?
পৌষপূর্ণিমা: ৩ জানুয়ারি ২০২৬, শনিবার।
মকর সংক্রান্তি: ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার।
মৌনী অমাবস্যা: ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার।
বসন্তপঞ্চমী: ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার।
মাঘীপূর্ণিমা: ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার।
শিবরাত্রি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার।
স্থানবিশেষে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী পুণ্যস্নানের সময় পরিবর্তিত হতে পারে।