ছবি: (এ আই সহায়তায় প্রণীত)।
শাস্ত্রমতে, প্রত্যেক বছরের উপরই কোনও না কোনও গ্রহের প্রভাব থাকে। সেই অনুয়ায়ী ২০২৫-এর উপর মঙ্গলের প্রভাব ছিল। ২০২৬-এর উপর থাকবে রবি গ্রহ, অর্থাৎ সূর্যের প্রভাব। জ্যোর্তিবিজ্ঞান অনুযায়ী, সূর্য নক্ষত্র হলেও, জ্যোতিষশাস্ত্রে এটিকে গ্রহ হিসাবে ধরা হয়। সূর্যের অন্যন্য গ্রহদের ন্যায় মানব জীবনে ফল দানের ক্ষমতার উপর ভিত্তি করেই তাঁকে গ্রহের তকমা দেওয়া হয়। ২০২৬ সূর্যের বছর হওয়ায়, আগামী বছর তাকে তুষ্ট করার জন্য বিশেষ কিছু টোটকা পালন করে চললে খুব ভাল ফল পাওয়া যাবে। রবিবার রবির বার। তাই বছরের প্রতি রবিবার করে বিশেষ চার প্রতিকার মেনে চললেই ফল পাবেন। জেনে নিন প্রতিকারগুলি কী কী।
টোটকা:
১. প্রতি রবিবার ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে, শুদ্ধ বসন পরে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। বছরের প্রত্যেকটি দিনই এই কাজ করতে পারলে খুব ভাল হয়। তবে সেটা সম্ভব না হলে, কেবল রবিবার করে এই কাজটি অবশ্যই করতে হবে। পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন। জল দেওয়ার সময় সূর্য প্রণাম মন্ত্র জপ করুন।
২. স্নানের পর কপালে লাল চন্দনের তিলক লাগান। জল দিয়ে লাল চন্দন গুলে একটা মিশ্রণ বানিয়ে নিন। তার পর সেটি কপালে লাগান। এর ফলে পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সুবিধা হবে। কর্মক্ষেত্রে নানা সমস্যার কবল থেকে মুক্তি পাবেন। সূর্যের কৃপায় কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পেশাজীবনে অগ্রগতি আসবে। কেবল রবিবার নয়, যে কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগেও এই তিলক লাগিয়ে যেতে পারেন।
৩. ভাগ্য শক্তিশালী করে তুলতে ২০২৬-এর প্রতি রবিবার সূর্যের পছন্দের জিনিস দান করুন। গম, লাল কাপড়, গুড়, লাল চন্দন প্রভৃতি জিনিস দান করা যেতে পারে। এর ফলে সূর্যের আশীর্বাদ প্রাপ্তি হয় ও জীবনে এগিয়ে চলার সাহস পাওয়া যায়। প্রতি রবিবার সম্ভব না হলে, পর পর ১১ সপ্তাহ রবিবার করে এই কাজটি অবশ্যই করুন।
৪. ২০২৬-এর প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। ১০৮ বার করে পাঠ করতে পারলে খুবই ভাল হয়। এর ফলে কোষ্ঠীতে রবির স্থান শক্তিশালী হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। অর্থকষ্ট জীবন থেকে বিদায় নেবে।