Viral Video

৫২ বছরে প্রথম বার উপাজর্ন করলেন মা, আনন্দ ধরে রাখতে পারলেন না তরুণী! মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

৫২ বছর বয়সে ইউটিউব থেকে প্রথম বার উপার্জন করলেন প্রৌঢ়া। সংসারের কাজের ফাঁকে ভিডিয়ো পোস্ট করে সমাজমাধ্যমে অবসর সময় কাটাতেন তিনি। ছ’মাস পর সেখান থেকেই ফল পেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পড়াশোনার পর বিয়ে। তার পর সংসারের দায়দায়িত্ব সামলাতে সামলাতেই দিন কাটিয়েছেন প্রৌঢ়া। চাকরি করে উপার্জন করার সুযোগই পাননি তিনি। সংসারের কাজের ফাঁকে ভিডিয়ো পোস্ট করে সমাজমাধ্যমে অবসর সময় কাটাতেন তিনি। ছ’মাস পর সেখান থেকেই ফল পেলেন প্রৌঢ়া। ৫২ বছর বয়সে ইউটিউব থেকে প্রথম উপার্জন করলেন প্রৌঢ়া। আনন্দ ধরে রাখতে না পেরে তাঁর কন্যা মায়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অংশুল_পারেখ__’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক প্রৌঢ়া তাঁর মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছেন। প্রৌঢ়াকে দেখে তাঁর কন্যা হাসির কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ‘‘জীবনে এই প্রথম বার রোজগার করলাম। ৫২ বছর বয়স হল আমার। ছ’মাস ধরে ইউটিউবে ভিডিয়ো আপলোড করছিলাম আমি। ছ’মাস পর এই বয়সে এসে ইউটিউব থেকে উপার্জন হল আমার। আমি খুব খুশি।’’

ভিডিয়োটি দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক প্রৌঢ়াকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘প্রৌঢ়া প্রমাণ করে দিলেন যে, স্বপ্নপূরণ করার জন্য বয়স কোনও বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সব করা যায়।’’

Advertisement
আরও পড়ুন