Bizarre

বিয়ের ২৪ ঘণ্টা পরেই বিবাহবিচ্ছেদের আবেদন! বনিবনা না হওয়ায় ছাদ আলাদা করতে চাইলেন পুণের নবদম্পতি

সম্প্রতি বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দু’জনে। কিন্তু সেই অধ্যায় শুরু করার আগেই শেষ হয়ে গেল। বিয়ের ২৪ ঘণ্টা পরেই বিবাহবিচ্ছেদের আবেদন জানালেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭

—প্রতীকী ছবি।

দু’-তিন বছর ধরে প্রেম করেছিলেন তরুণ-তরুণী। নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চেয়েছিলেন তাঁরা। তাই বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে। পরিবারের সম্মতিতে বিয়েও করে ফেলেন তাঁরা। কিন্তু এক ছাদের তলায় ২৪ ঘণ্টাও একসঙ্গে থাকতে পারলেন না নবদম্পতি। বনিবনা না হওয়ার কারণে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন তাঁরা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মহারাষ্ট্রের পুণেয় ঘটেছে। তরুণ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তরুণী পেশায় চিকিৎসক। দু’বছরের বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। সম্প্রতি বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিলেন দু’জনে। কিন্তু সেই অধ্যায় শুরু করার আগেই শেষ হয়ে গেল। বিয়ের ২৪ ঘণ্টা পরেই বিবাহবিচ্ছেদের আবেদন করলেন তাঁরা। আইনজীবী রানি সোনাওয়ানে জানিয়েছেন, বিয়ের পর দু’জনের একসঙ্গে থাকা নিয়ে মতের অমিল হতে শুরু করে।

পেশাগত কারণে বছরের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হয় তরুণকে। কখন, কোথায় বদলি হবে তা নিয়েও নিশ্চিত নন তরুণ। বিয়ে হলেও একসঙ্গে সংসার করতে পারবেন না জেনে রেগে যান তরুণী। এই সমস্যার কোনও মীমাংসা না হওয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। আইনজীবীর মতে, সারা জীবন অসুখী থাকার চেয়ে আলাদা থাকাই ভাল। তবে, বিয়ের আগে এমন গুরুতর বিষয় নিয়ে কেন আলোচনা করা হয়নি তা ভেবে অবাক হয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন