ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ব্যস্ত এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি ছুটে চলেছে অনবরত। বন্ধুবান্ধবের সঙ্গে সেই রাস্তা দিয়েই গাড়িতে চড়ে যাচ্ছিলেন এক তরুণ। কিন্তু গাড়ির ভিতর বসে থাকতে থাকতে আর তর সইল না তরুণের। গাড়ির পিছনের আসনে বসে জানলা দিয়ে হাত বার করে আতশবাজি ফাটাতে শুরু করলেন তিনি। গাড়ির পিছনে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। বাইকে বসে তরুণের বাজি ফাটানোর ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ডেকান ডেলি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ গাড়ির পিছনের আসনে বসে রয়েছেন। আসনলাগোয়া জানলা থেকে হাত বার করে আতশবাজি ফাটাচ্ছেন তিনি। আগুনের ফুলকি কোথায় ছড়িয়ে পড়বে, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন সেই তরুণ। এই ঘটনাটি সম্প্রতি হায়দরাবাদের পিভি নরসিংহ রাও এক্সপ্রেসওয়েতে ঘটেছে।
গাড়িটির পিছন পিছন বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তরুণকে এমন বিপজ্জনক ভাবে বাজি ফাটাতে দেখে ক্যামেরা চালু করে পুরো ঘটনাটির ভিডিয়ো তুলে রাখেন বাইকচালক। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তরুণকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘এ ভাবে বাজি ফাটানোর ফলে অন্য পথচারীরও তো কোনও ক্ষতি হতে পারে। তরুণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’