Bizarre

ডেটিং অ্যাপে ইন্ডিগো পাইলটের সঙ্গে ভাব তরুণীর, অনলাইনের ‘প্রেমিক’কে অদ্ভুত দাবি জানাতেই ভয়ে উধাও তরুণ

ডেটিং অ্যাপে এক তরুণের প্রোফাইল দেখে পছন্দ হয়েছিল তরুণীর। সেই তরুণ ইন্ডিগো বিমান সংস্থায় কর্মরত পাইলট। তবে, দু’জনের মধ্যে কথোপকথন শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই দাঁড়ি পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬

—প্রতীকী ছবি।

অনলাইন ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে তরুণীর। সেই অ্যাপে এক তরুণের ডেটিং প্রোফাইল দেখে পছন্দ হয় তাঁর। সেই তরুণ পেশায় পাইলট। ইন্ডিগো বিমান সংস্থায় কর্মরত তিনি। তরুণ পাইলটকে পছন্দ হওয়ায় তাঁর সঙ্গে ভাব করতে চেয়েছিলেন তরুণী। কিন্তু তরুণীর মশকরা বুঝতে পারলেন না তরুণ। প্রেম জমে ওঠার আগেই ‘উধাও’ হয়ে গেলেন তরুণ। সেই চ্যাটের স্ক্রিনশট (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন তরুণী।

Advertisement

‘অ্যাভি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি পোস্ট করা হয়েছে। চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে এক তরুণী দাবি করেছেন, ডেটিং অ্যাপে এক তরুণের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। তরুণের প্রোফাইল দেখে বেশ পছন্দ হয়েছিল তাঁর। সেই তরুণ আবার ইন্ডিগো বিমান সংস্থায় কর্মরত পাইলট। দু’জনের মধ্যে কথোপকথন শুরু হয়। পরস্পরের ছবি দেখে ভালবাসার চিহ্নে ভরিয়ে দেন তাঁরা। তরুণের সঙ্গে কথা বলতে বলতে তাঁর সঙ্গে মশকরা করে ফেলেন তরুণী।

কথোপকথনের মাঝে তরুণী হঠাৎ বলে বসেন, ‘‘ভাই, আমি কিন্তু বিমানের টাকাটা এখনও ফেরত পাইনি।’’ এই মেসেজটি দেখার পর নাকি কথা বলাই বন্ধ করে দেন তরুণ। এমনকি, তরুণীর সঙ্গে ডেটিং অ্যাপেও যোগাযোগ বন্ধ করেন। তরুণী সেই চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে মজা করে লেখেন, ‘‘আমার চোখে জল চলে আসছে। যে মহিলাদের সামান্য রসবোধ রয়েছে, আজকাল তাঁদের ডেট করার কোনও সুযোগই নেই।’’

তরুণীর এই পোস্ট দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ ভেবেছিলেন, আপনি মনে হয় তাঁর কাছেই টাকা চেয়ে বসবেন। তাই ভয়ে আর কথা এগোননি।’’ সম্প্রতি উড়ান পরিষেবার নতুন বিধি কার্যকরের নির্দেশ দিয়েছিল বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ। সেখানে বিমানচালকদের কাজ, বিশ্রাম এবং ছুটির সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

তা কার্যকর করতে গিয়ে দেখা যায়, ইন্ডিগোর হাতে প্রয়োজনীয় কর্মী নেই। ফলে চলতি মাসের শুরু থেকে প্রায় দু’সপ্তাহ লাগাতার সংস্থাটির উড়ান বাতিল হতে থাকে। সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। যাঁদের বিমান বাতিল হয়ে যায়, তাঁদের অনেককে সংস্থার তরফ থেকে টিকিটের খরচ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। বর্তমানে ইন্ডিগোর এই পরিবেষা বিভ্রাট নিয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রও।

Advertisement
আরও পড়ুন