— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভারতীয় সেনার প্রতিরক্ষা বিভাগে কাজ শিখতে চান? কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি নিয়ে পাঠরতদের জন্য রয়েছে এই সুযোগ।
ইঞ্জিনিয়ারিং শাখার কিছু নির্দিষ্ট বিষয়ে পাঠরত কিংবা ডিগ্রিপ্রাপ্ত পড়ুয়াদের প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পে কাজ শেখানো হবে। ভারতীয় সেনার তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রযুক্তিনির্ভর যন্ত্র এবং সামগ্রী তৈরির কৌশল সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ পাবেন তাঁরা।
কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ছাড়াও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা ওই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া যাঁরা ওই বিষয় নিয়ে বর্তমানে পড়াশোনা করছেন, তাঁরাও প্রশিক্ষণ নিতে পারবেন।
যুদ্ধ, সীমান্ত এবং ইন্টারনেটে নজরদারির জন্য যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে— হাতেকলমে ওই বিষয়গুলির কাজ শেখাবেন সেনাবাহিনীর বিশেষজ্ঞেরা। একই সঙ্গে প্রশিক্ষণ চলাকালীন যোগদানকারীরা কোনও বিশেষ প্রকল্পের জন্য নতুন কিছু তৈরি করতে পারেন, তাঁর কাজকেও স্বীকৃতি দেওয়া হবে।
বেঙ্গালুরু এবং নয়া দিল্লিতে প্রশিক্ষণ চলবে। সাম্মানিক হিসাবে প্রতিদিন ১,০০০ টাকা করে দেওয়া হবে। মোট ৭৫ দিনের ওই প্রশিক্ষণ পর্ব ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। শেষ হবে ২৭ মার্চ। প্রশিক্ষণের পরে সকলকে শংসাপত্রও দেওয়া হবে। ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন আগ্রহীরা।