Govt Internships 2025

নারী ক্ষমতায়নে সরকারি নীতিতে অবদান রাখতে চান! সুযোগ দেবে কেন্দ্রীয় মন্ত্রক

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে ইন্টার্নশিপ করার সময়ই ওই সুযোগ পাবেন বাছাই করা প্রার্থীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩

ছবি: এআই।

নারী ক্ষমতায়নের রূপরেখা বদলাতে সাহায্য করতে পারেন মহিলারাই। সেই সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক।

Advertisement

মন্ত্রকের তরফে একটি বিশেষ ইন্টার্নশিপের মাধ্যমে দেশের মহিলা পড়ুয়া, গবেষক, সমাজসেবিকা, শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। নারী এবং শিশু কল্যাণ নিয়ে যে ধরনের কাজ দেশজুড়ে হয়ে চলেছে, তা নিয়েই আলোচনা চলবে। পাশাপশি আরও কোন কোন বিষয় সেখানে সংযোজন করা প্রয়োজন, কী ধরনের নীতি মেনে কাজ চলে— তা শেখানো হবে ওই ইন্টার্নশিপে।

ইন্টার্ন হিসাবে নতুন নীতিতে কী কী বিষয় পরিবর্তন করা দরকার, বিভিন্ন কর্মসূচিতে আরও কী কী সুবিধা প্রয়োজন— সেই সম্পর্কিত মতামতও ইন্টার্নরা দিতে পারেবন। প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে ২০ জন মহিলাকে। দিল্লিতে থেকে প্রশিক্ষণ নিতে হবে, তাই হস্টেলে থাকার সুযোগ পাবেন।

প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ, মে থেকে জুন, অগস্ট থেকে সেপ্টেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর পর্বে ওই ইন্টার্নশিপ করানো হয়ে থাকে। মোট দু’মাসের প্রশিক্ষণে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ভাতা হিসাবে। ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ১০ ডিসেম্বর, রাত ১২টা পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন