আইআইএম মুম্বই এবং দিল্লি। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-র তরফে একটি বিষয়ে কোর্সের আয়োজন করা হয়েছে। আইআইএম মুম্বই-র ওয়েবসাইটে গেলেই বিজ্ঞপ্তি পাওয়া যাবে। তবে শুধু আইআইএম মুম্বই-ই নয়, আইআইএম দিল্লিও সহযোগিতা করছে কোর্সটি আয়োজন করতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
‘ভিশনারি লিডার্স ফর ম্যানুফ্যাকচারিং (ভিএলএফএম)’ প্রোগ্রামের আয়োজন করেছে এই দু’টি প্রতিষ্ঠান। এটি একটি আবাসিক এগ্জ়িকিউটিভ ডিপ্লোমা প্রোগ্রাম। এক বছরের কোর্স। পড়ুয়াদের অপারেশন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বিজনেস এক্সেলেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ওয়ার্ল্ড-ক্লাস ম্যানুফ্যাকচারিং-সহ নানা বিষয় পড়ানো হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আইআইএম মুম্বই-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম মুম্বই-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।