আইআইএম নাগপুর। ছবি: সংগৃহীত।
নাগপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) দিচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে উচ্চস্তরে পড়াশোনার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নাগপুর এবং পুণের ক্যাম্পাসের তরফে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটি এগ্জ়িকিউটিভ এমবিএ কোর্স। অর্থাৎ যে কেউ ভর্তি হতে পারবেন না। দু’বছরের কোর্স। সম্পূর্ণ কোর্সটি পড়তে ৯ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি কোনও সংস্থায় কর্মরত হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আইআইএম নাগপুরের-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম নাগপুরের-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।