Generative AI in Education

লিখিত নির্দেশে তৈরি হবে ছবি! ‘জিবলি’-র মতো শিল্প বানানোর কৌশল শেখাবে আইআইটি খড়্গপুর

রয়েছে অনলাইনে ক্লাস করার সুযোগ। পড়ুয়াদের পাশাপাশি, কর্মরত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১২:১৭
Indian Institute of Technology Kharagpur will discuss on Generative AI.

জেনারেটিভ এআই শিখলেই জিবলি আর্ট বানানো সম্ভব? ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

কৃত্রিম মেধাকে লিখিত নির্দেশ দিয়ে তৈরি করিয়ে নেওয়া যেতে পারে ছবি। এই পদ্ধতিতেই নেট দুনিয়ায় সম্প্রতি সাড়া ফেলে ‘জিবলি আর্ট’। কিন্তু কী ভাবে এই কাজ করে ফেলছে কৃত্রিম মেধা? বিজ্ঞান বলছে, এই কাজটি করে কৃত্রিম মেধার এক বিশেষ শাখা— যাকে বলা হয় ‘জেনারেটিভ এআই’। এ বার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর ‘জেনারেটিভ এআই’-এর খুঁটিনাটি হাতে কলমে শেখাবে। তবে সবটাই অনলাইন ক্লাসের মাধ্যমে।

Advertisement

কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং নিয়ে গবেষণারত কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরা এই কোর্স করার সুযোগ পাবেন। তবে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরে পাঠরতরাও সংশ্লিষ্ট কোর্সটিতে ক্লাস করার জন্য আবেদন করতে পারবেন।

কী শেখানো হবে?

জেনারেটিভ এআই নিয়ে কাজ করার জন্য ‘পাইথন প্রোগ্রামিং’ জানা প্রয়োজন। কারণ এর সাহায্যেই ফাউন্ডেশনাল স্ক্রিপ্টিং এবং লজিক বিল্ডিং করা যায়। তাই যোগদানকারীরা ‘পাইথন’ সংক্রান্ত বিষয়গুলি শেখার সুযোগ পাবেন।

টেক্সট প্রসেসিং, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, টেক্সট জেনারেশন মডেলস, ল্যাঙ্গচেন কম্পোনেন্টস অ্যান্ড ল্যাঙ্গচেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ-এর কাজ হাতে কলমে শেখানো হবে।

সময়সূচি:

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত, প্রতি সপ্তাহে ১৫ ঘণ্টা করে ক্লাস করানো হবে। কোর্স চলাকালীন সাপ্তাহিক কুইজ, স্টিমুলেশন মডিউলের সাহায্যে অনলাইনে তার নমুনা পেশ করার মতো কাজে অংশগ্রহণ করতে হবে।

খরচ:

কোর্সটি করতে আগ্রহী পড়ুয়াদের ৫ হাজার টাকা এবং কর্মরত ব্যক্তিদের ১০ হাজার টাকা ফি হিসাবে জমা দিতে হবে।

অনলাইনে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনের জন্য নাম নথিভুক্তকরণের শেষ দিন ৫ জুন। এই বিষয়ে বিশদ জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটের (erp.iitkgp.ac.in/CEP/courses.htm) সার্টিফিকেট কোর্স বিভাগে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন