ISRO Recruitment 2023

ইসরো-তে কাজ করতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি

শূন্যপদ ৬৫টি। প্রতি মাসে ৫৬,১০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১৭:১৮
ইসরো।

ইসরো। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সায়েনটিস্ট/ ইঞ্জিনিয়ার ‘এসসি’ নিয়োগ করা হবে। সিভিল, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, আর্কিটেকচার বিভাগে নেওয়া হবে কর্মী। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে বিই/ বিটেক পাশ হতে হবে। আর্কিটেকচার বিভাগের ক্ষেত্রে ঐ বিভাগে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। মোট শূন্যপদ রয়েছে ৬৫টি। প্রতি মাসে ৫৬,১০০ টাকা করে বেতন দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগ করা হবে।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ মে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন