ISI Kolkata Recruitment 2025

আইএসআইয়ের কলকাতা ও বেঙ্গালুরু শাখায় গবেষক নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?

সংশ্লিষ্ট পদে প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২০:০৭
ISI Kolkata

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতায়। এই মর্মে তাঁদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অপারেশনস রিসার্চ বিভাগে প্রকল্পের কাজ হবে। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হবে প্রতিষ্ঠানের কলকাতা শাখা ছাড়াও বেঙ্গালুরু শাখাতে। এর জন্য নিয়োগ হবে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ দু’টি।

সংশ্লিষ্ট পদে প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ হবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৮,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।

রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং/ স্ট্যাটিস্টিক্স/ অপারেশন্স রিসার্চ/ গণিত-এ পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

এর জন্য আগ্রহীদের কভার লেটার, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৪ জুলাই আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন