JU Admission 2025

জিলেট-এর মাধ্যমে ফের ভর্তির আয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘোষিত কাউন্সেলিংয়ের দিনক্ষণ

জিলেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মাসির নানা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ মিলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আগেই ঘোষণা করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে ভর্তির কাউন্সেলিংয়ের দিন। প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ দিতে পারেননি বহু পড়ুয়াই। তাঁদের জন্য আরও এক দিন কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট (জিলেট)-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে। তাঁরা জিলেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মাসির নানা কোর্সের দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাবেন।

গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টেকিপ বিল্ডিংয়ে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়। যাঁরা সে দিন উপস্থিত থাকতে পারেননি, তাঁরা ২০ ডিসেম্বর কাউন্সেলিংয়ে যোগ দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, প্রবেশিকা পরীক্ষায় বিলম্বের কারণে চলতি বছর জিলেটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া বন্ধের কথা বলা হয়েছিল কর্তৃপক্ষের তরফে। শেষমেশ ছাত্র আন্দোলনের চাপে নতি স্বীকার করে চলতি বছরে কাউন্সেলিংয়ের আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement
আরও পড়ুন