প্রতীকী চিত্র।
গত অক্টোবর থেকে শুরু হয়েছে রাজ্যের মেডিক্যাল কলেজে স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিং। বর্তমানে ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশনের (নিট পিজি) দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং চলছে। এ বার সেই কাউন্সেলিংয়ের সূচি পরিবর্তন করল ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশন।
প্রকাশিত নয়া সূচি অনুযায়ী, প্রথম রাউন্ডে যাঁদের জন্য আসন বরাদ্দ করা হয়েছে, তাঁরা সেই আসন ছেড়ে দিতে চাইলে, তা ছেড়ে দিতে পারবেন বৃহস্পতিবার বিকেল ৪টের মধ্যে। তাঁদের এর জন্য নির্দিষ্ট কলেজে গিয়ে হাজিরা দিতে হবে। এর পর প্রকাশ করা হবে দ্বিতীয় রাউন্ডের জন্য মোট কলেজ এবং আসনসংখ্যার তালিকা। দ্বিতীয় রাউন্ডে যোগ দেওয়ার জন্য পছন্দের কলেজ এবং কোর্স বেছে নেওয়া যাবে ১৯ ডিসেম্বর বিকেল ৪টে থেকে। পড়ুয়াদের জন্য আসন বরাদ্দের ফল ঘোষণা হবে ২৪ ডিসেম্বর দুপুর ২টোর পর। বাছাই পড়ুয়াদের নির্ধারিত কলেজে ভর্তির জন্য উপস্থিত হতে হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে।
ইতিমধ্যে জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে মেডিক্যালের স্নাতকোত্তরে বেশ কিছু আসন যোগ করা হয়েছে। কিন্তু রাজ্যে দ্বিতীয় কাউন্সেলিংয়ের জন্য এখনও যোগ করা সম্ভব হচ্ছে না। কারণ হিসাবে ডিরেক্টরেটের ব্যাখ্যা, এখনও তাদের কাছে এ বিষয়ে কোনও লিখিত অনুমতি আসেনি, তাই তা সম্ভব হচ্ছে না।
দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং শেষ হলে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং চলবে ৩১ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড চলবে ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, নিট পিজি উত্তীর্ণেরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তাঁদের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, সেন্ট্রাল ইন্টারনাল কোটা, ইন সার্ভিস কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ভিত্তিতে নানা কোর্সে ভর্তি নেওয়া হয়।