যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তরের (এমসিএ) জন্য শুরু হয়ে গিয়েছে কাউন্সেলিং। এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফেও এমসিএ-র কাউন্সেলিং সূচি ঘোষণা করা হল। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সমস্ত তথ্য।
প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র তরফে রাজ্য স্তরে আয়োজন করা হয় জেকা (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর এমসিএ)-র। চলতি বছর জেকা-র আয়োজন করা হয় গত ১৯ অক্টোবর। পরীক্ষার ফল ঘোষণা করা হয় ১৭ নভেম্বর। এর পর ৯ ডিসেম্বর থেকে শুরু হয় কাউন্সেলিং।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তরফে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের টেকিপ বিল্ডিংয়ে প্রথম রাউন্ডের কাউন্সেলিং হবে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে।
কাউন্সেলিংয়ে যোগদান করতে পারবেন চলতি বছরের জেকা-য় উত্তীর্ণরা। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি-তে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে মোট নম্বর ৬০ শতাংশ এবং গণিতেও ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
কাউন্সেলিংয়ের দিন প্রার্থীদের আবেদনপত্র, সচিত্র প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। প্রথম রাউন্ডের জন্য পড়ুয়াদের সমস্ত নথি যাচাই করা হবে। এর পর পড়ুয়ারা ইচ্ছে হলে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের আসন ‘আপগ্রেডেশন’-এর আবেদন জানাতে পারবেন।