JU Admission 2025

আইনি জটিলতা কাটার আভাস পেতেই যাদবপুরে শুরু ভর্তির প্রক্রিয়া

প্রতিষ্ঠানের কলা বিভাগে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। চলতি মাসের ১৭ তারিখ দুপুর থেকে শুরু হয়ে যাবে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৮:০২
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ওবিসি নিয়ে আইনি জটিলতার কাটার আভাস পেতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। প্রতিষ্ঠানের কলা বিভাগে শীঘ্রই শুরু হতে চলেছে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। শুক্রবার প্রতিষ্ঠানের ‘আর্টস ডিপার্টমেন্ট’-এর ‘অ্যাডমিশন’ কমিটির এক বৈঠক হয়। সেখানেই ভর্তির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের ১৭ তারিখ দুপুর থেকে শুরু হয়ে যাবে ভর্তির প্রক্রিয়া।

Advertisement

উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নানা সমস্যা শুরু হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণ নিয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করায় ভর্তি সংক্রান্ত সংরক্ষণের সমস্যার জটিলতা কেটেছে। তাই, শুক্রবারই বৈঠক করে ভর্তি শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভর্তির কর্তৃপক্ষরা। আগামী সোমবার প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ভর্তির বিষয়ে কর্তাব্যক্তিরা বৈঠক করতে পারেন। সেখানে বিজ্ঞান বিষয় নিয়ে কবে ভর্তি শুরু করা যায় তা আলোচনা করা হবে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এত দিন বিচারাধীন ছিল। গত ১৬ মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছিল। ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের পর্যবেক্ষণের পর ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বক্তব্য, তা জানতে চাওয়া হয়েছিল চিঠিতে। তারপরই বৈঠকে বসেছিল কলা ও বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটি। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত সমস্ত ভর্তিপ্রক্রিয়া বন্ধ রাখা হবে। তবে, ওবিসি সংরক্ষণ সমস্যা কাটতেই পুনরায় ভর্তি শুরু করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ।

Advertisement
আরও পড়ুন