যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী কাজে যোগ দিতে পারবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের একটি বিভাগে গবেষণার কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, স্বল্প মেয়াদের জন্য কাজের সুযোগ পাবেন তাঁরা। এ জন্য অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘কুলিং টাওয়ার ফগ হারভেস্টিং ইউজ়িং ওয়েটেবিলিটি ইঞ্জিনিয়ারড মেশেস’ শীর্ষক প্রকল্পের কাজ করবে। এ জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।
প্রকল্পে একজন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। যাঁর কাজের মেয়াদ থাকবে তিন মাস। তবে প্রকল্পের প্রয়োজনে এবং অর্থের জোগানের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। ইন্টার্ন পদে বৃত্তির পরিমাণ হবে মাসে ৫,০০০ টাকা।
প্রকল্পের কাজ যোগদানের জন্য পড়ুয়াদের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ চূড়ান্ত বর্ষে পাঠরত হতে হবে। তবে কোনও বয়সসীমা নেই।
আগ্রহীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।