JU Admission 2025

ডায়ালিসিস টেকনিশিয়ান হতে চান? ন’মাসের কোর্স করাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

কোর্সের ক্লাস শুরু আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৯:২১
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আধুনিক জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগব্যাধি। অনিয়ন্ত্রিত জীবনে বাড়ছে কিডনির অসুখ। একাধিক ওষুধপত্রেও রোগ বশে না এলে সে প্রয়োজন পড়ে ডায়ালিসিসের। ক্রমাগত বাড়ছে ডায়ালিসিস টেকনিশিয়ানের চাহিদা।

Advertisement

এই পেশায় আসার জন্য ডিগ্রি বা ডিপ্লোমা ছাড়াও সার্টিফিকেট কোর্স করা যায়, এ বার সেই কোর্স করা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনে। সম্প্রতি সংশ্লিষ্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার (সিআরসি) কলকাতার মনিপাল হাসপাতালের সঙ্গে যৌথ ভাবে এই কোর্সের আয়োজন করবে। কোর্সের নাম- ‘ডায়ালিসিস টেকনিশিয়ান সার্টিফিকেট কোর্স’। মেয়াদ ৯ মাস। কোর্সের ক্লাস শুরু আগামী ১৯ সেপ্টেম্বর থেকে।

সংশ্লিষ্ট কোর্সে আবেদন করার জন্য কোনও বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পাশ করলেই আবেদন করা যাবে এই কোর্সে।

কোর্সে আবেদনের জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর তা পূরণ করে জমা দিতে হবে। আগামী ১৩ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। কোর্সে ভর্তি নেওয়া হবে ১৫ সেপ্টেম্বর। এ বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন