JU Admission 2026

সম্পাদনা বা বই প্রকাশ সংক্রান্ত খুঁটিনাটি, শেখার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

স্নাতকের পর পর এই কোর্স করা যায়, তাই পাঠক্রমটির নাম— ‘পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন এডিটিং অ্যান্ড পাবলিশিং’। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস সংশ্লিষ্ট কোর্স আয়োজনের দায়িত্বে রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৫:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোনও বই সম্পাদনা থেকে শুরু করে সেই বই প্রকাশ, বা তার মাঝখানে নানা কাজ করতে গেলে প্রয়োজন অভিজ্ঞতার। জানতে হয় প্রকাশনার খুঁটিনাটি। একটি বই প্রকাশের ক্ষেত্রে কী কী ধাপ পেরোতে হয়, কোন কোন বিষয় মাথায় রাখতে হয়, কেমন দক্ষতার প্রয়োজন হয়, সেই বিষয়গুলি অনেকেই জানেন না। সে সব খুঁটিনাটি জানাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে গত কয়েক বছর ধরে একটি বিশেষ কোর্স করানো হচ্ছে।

Advertisement

স্নাতকের পর এই কোর্স করা যায়, তাই পাঠক্রমটির নাম— ‘পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন এডিটিং অ্যান্ড পাবলিশিং’। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর দায়িত্বে সংশ্লিষ্ট কোর্সটি আয়োজন করা হয়। সপ্তাহে তিন দিন অফলাইন ক্লাস হবে। কোর্সমূল্য ১৪,৭৫০ টাকা। তবে প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই ভর্তি হওয়া যাবে এই কোর্সে।

আবেদন করবেন কী ভাবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন