JU Admission 2025

স্নাতকদের পিজি ডিপ্লোমা পড়ার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়ে?

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজ়িক্যাল এডুকেশন বিভাগের তরফে যোগাসনের কোর্সটির আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৭:১৮
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় একের পর এক রোগব্যাধি লেগেই রয়েছে। অসুখবিসুখ থেকে মুক্তি পেতে মুঠো মুঠো ওষুধের বদলে এখন অনেকেই ভরসা রাখছেন যোগাসনে। যোগাসনের সুফল সম্পর্কে জানতে এবং এই সম্পর্কিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে এ বার সুযোগ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজ়িক্যাল এডুকেশন বিভাগের তরফে যোগাসনের কোর্সটির আয়োজন করা হবে। এটি পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা কোর্স। মোট ৩৫টি শূন্য আসনে আগ্রহীদের ভর্তির সুযোগ রয়েছে। কোর্স ফি-র পরিমাণ ২০ হাজার ৪৬৫ টাকা। ক্লাস শুরু হবে ৪ অগস্ট থেকে। এক বছরের এই পিজি ডিপ্লোমা কোর্সে আবেদন জানাতে পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোর্সের ক্লাস হবে সোম থেকে শুক্রবার দুপুর ২টো থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, যোগাসন প্রদর্শন এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

ভর্তি হওয়ার আবেদনপত্র পূরণ করতে চাইলে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা দরকার। এ বার সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পাশাপাশি, ৫০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগে সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ১৬ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরে অথবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন