JU Recruitment 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে গবেষক নিয়োগ, অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা

জেআরএফ পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ বছর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৭:০৭
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা। এর জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাঁদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পদার্থবিদ্যা বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-ইনক্লুসিভিটি রিসার্চ গ্রান্ট (এএনআরএফ-আইআরজি)-র অর্থপুষ্ট।

প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর।

জেআরএফ পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনস্থ এএনআরএফ-এর নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, তাঁরা গেট বা নেট উত্তীর্ণ হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও যোগ্যতার আরও কিছু মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগামী ২৩ মে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে দুপুর ৩টে থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন