WB Govt Job Recruitment 2025

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভায় কর্মখালি, কর্মী নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৪,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:৪৬
Bishnupur Municipality

বিষ্ণুপুর পৌরসভা। সংগৃহীত ছবি।

বাঁকুড়া জেলায় কাজের সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবক, জেলার বিষ্ণুপুর পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা সেখানে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। এর জন্য চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিষ্ণুপুর পৌরসভার জন্য নিয়োগ হবে পার্ট টাইম বা আংশিক সময়ের মেডিক্যাল অফিসার পদে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পৌরসভায় ন্যাশনাল আরবান হেলথ মিশন (এনইউএইচএম) অধীনস্থ আরবান প্রাইমারি হেল্‌থ সেন্টারগুলিই হবে নিযুক্তদের কর্মস্থল। চুক্তিভিত্তিক এই পদে তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৪,০০০ টাকা।

উক্ত পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, রাজ্যে মেডিক্যাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি।

আগামী ২ মে পৌরসভার মিটিং হলে দুপুর সাড়ে ১২টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন