CMAT 2026

ম্যানেজমেন্ট-এ ভর্তির প্রবেশিকা কবে? শুরু হয়েছে রেজিস্ট্রেশন, শর্ত জানাল এনটিএ

সর্বভারতীয় স্তরে কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (সিম্যাট) মাধ্যমে স্নাতকদের ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:০৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের নামী প্রতিষ্ঠানগুলিতে ম্যানেজমেন্ট শাখার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হয়। কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (সিম্যাট) শীর্ষক ওই প্রবেশিকায় নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, ১৭ নভেম্বর পর্যন্ত নাম নথিভুক্তকরণ চলবে।

Advertisement

আগ্রহীরা অনলাইনে এনটিএ-এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন জমা দিতে পারবেন। আবেদনের জন্য ফি হিসাবে পুরুষদের ২,৫০০ টাকা এবং মহিলাদের ১,২৫০ টাকা ধার্য করা হয়েছে।

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ১৮ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। কোয়ান্টিটেটিভ টেকনিক্স, ডেটা ইন্টাপ্রিটেশন, লজিক্যাল রিজ়নিং, ল্যাঙ্গুয়েজ় কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়্যারনেস, ইনোভেশন অ্যান্ড অন্ত্রেপ্রেনিয়রশিপ বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষার পূর্ণমান ৪০০।

যে কোনও বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পরীক্ষাটি দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকের সমস্ত পরীক্ষায় পাশ করতেই হবে। চারটি আলাদা ‘সেশন’-এ, দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হয়। এ রাজ্যের জন্য কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়িকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বেছে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement
আরও পড়ুন