গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
৩১ ডিসেম্বর থেকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) শুরু হতে চলেছে। কবে কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, তা জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। একই সঙ্গে এও জানানো হয়েছে, পরীক্ষার ১০ দিন আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
২০২৫-এর ৩১ ডিসেম্বর আইন, সোশ্যাল ওয়ার্ক, তেলুগু, ট্যুরিজ়ম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, স্প্যানিশ, প্রাকৃত, কাশ্মীরি, কোঙ্কনি— এই আটটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
২০২৬-এর ২ জানুয়ারি উর্দু, বাংলা, আরবি, ওড়িয়া-সহ মোট ১৬টি বিষয়ে পরীক্ষা চলবে। ৩ জানুয়ারি বাণিজ্য, সংস্কৃত, সাঁওতালি, ক্রিমিনোলজি-সহ ১৪টি বিষয়ে এবং ৫ জানুয়ারি ইংরেজি, ইতিহাস, নৃতত্ত্ব, ভিস্যুয়াল আর্ট-সহ ১৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
৬ জানুয়ারি হিন্দি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, জাপানি, হিন্দু স্টাডিজ়, ইন্ডিয়ান নলেজ সিস্টেমস-সহ ১৬টি এবং ৭ জানুয়ারি অর্থনীতি, ভাষাতত্ত্ব, সঙ্গীত, হোম সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স-সহ মোট ১৬টি বিষয়ে পরীক্ষা হতে চলেছে।
প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথম অর্ধের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, প্রতি বছরই ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতানির্ণায়ক পরীক্ষা আয়োজন করা হয়। বছরে দু’বার এই পরীক্ষা নেওয়া হয়। এর আগে গত জুন মাসের পরীক্ষায় ৫ হাজার ২৬৯ জন ওই যোগ্যতা অর্জন করেছেন।