NEET PG 2025

চলতি বছরের নিট পিজি ১৫ জুন, বৃহস্পতিবার থেকে শুরু আবেদন গ্রহণ

পরীক্ষার আয়োজন করা হবে দু’টি পর্বে। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি মাধ্যমেই নেওয়া হবে পরীক্ষা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:৩০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছরের জন্য মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন)-র দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। একই সঙ্গে বৃহস্পতিবার থেকেই পরীক্ষার জন্য আবেদন গ্রহণ করা হবে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছে।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর নিট পিজি পরীক্ষা হবে আগামী ১৫ জুন। পরীক্ষার আয়োজন করা হবে দু’টি পর্বে। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি মাধ্যমেই নেওয়া হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি মোতাবেক, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য-সহ ইনফরমেশন বুলেটিনও প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা https://natboard.edu.in/viewnbeexam?exam=neetpg# ওয়েবসাইটে গিয়ে নিট পিজি-র জন্য প্রয়োজনীয় যোগ্যতামান, পরীক্ষা নিয়মাবলী এবং সিলেবাস সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে উল্লিখিত ওয়েবসাইটে গিয়েই পরীক্ষার্থীরা নিট পিজি-র জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ৭ মে পর্যন্ত চলবে অনলাইন আবেদন প্রক্রিয়া। পরীক্ষার ফল ঘোষণা করা হবে জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে।

প্রসঙ্গত, প্রতি বছরে মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/ এমএস/ পিজি ডিপ্লোমা/ ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। গত বছরই প্রথম বার একই দিনে দু’টি পর্বে এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু’লক্ষ।

Advertisement
আরও পড়ুন