West Bengal Weather Update

উত্তুরে হাওয়ার দাপট রাজ্য জুড়ে, তবে তাপমাত্রা স্বাভাবিকের উপরেই! কবে থেকে নামবে পারদ? জানাল আলিপুর

শনিবার এবং রবিবার রাজ্যের প্রায় সব জেলাতই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় কুয়াশায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারেরও নীচে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১০:২৫
রাজ্য জুড়ে শীতের আমেজ। ভোরের কুয়াশা ঠেলে রোজগারের সন্ধানে দিনমজুর। নদিয়ায়।

রাজ্য জুড়ে শীতের আমেজ। ভোরের কুয়াশা ঠেলে রোজগারের সন্ধানে দিনমজুর। নদিয়ায়। ছবি: পিটিআই।

ডিসেম্বরের শেষ পর্ব শুরু হয়ে গিয়েছে। উত্তুরে হাওয়ার দাপটও হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। তবে এখনও চেনা শীতের দেখা মেলেনি। তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার ফলে শীত আরও বাড়বে।

Advertisement

শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হচ্ছে। শনিবার এবং রবিবার রাজ্যের প্রায় সব জেলাতই কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশায় দৃশ্যমানতা কমে আসবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে বাড়তি সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে। এর ফলে যাতায়াত, রাস্তায় যান চলাচল, এমনকি ট্রেন চলাচলেও সমস্যা হতে পারে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। শহরে মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার জন্য সমস্যা হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আগামী পাঁচ দিন একই রকম থাকবে। তার পরের দু’দিনে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায়— ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, শ্রীনিকেতনে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৩ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ব্যারাকপুরে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পঙে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমেছিল।

Advertisement
আরও পড়ুন