NBEMS Exam Calendar 2025

চলতি শিক্ষাবর্ষে মেডিক্যালের পরীক্ষা হবে কোন কোন তারিখে? জানিয়ে দিল এনবিইএমএস

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত পরীক্ষার জন্যই সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ‘ইনফরমেশন বুলেটিন’ প্রকাশ করে চূড়ান্ত সময়সূচি জানানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৯:০৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছর মেডিক্যালের একাধিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। সোমবার বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত সূচি প্রকাশিত হয়।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত পরীক্ষার জন্যই সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ‘ইনফরমেশন বুলেটিন’ প্রকাশ করে চূড়ান্ত সময়সূচি জানানো হবে।

দেশ এবং বিদেশের মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুপারস্পেশ্যালিটি প্রশিক্ষণ, মেডিক্যাল লাইসেন্স এবং ফেলোশিপের জন্য পরীক্ষার আয়োজন করবে এনবিইএমএস।

পরীক্ষার সূচি

১) নিট এসএস (সুপারস্পেশালিটি)— ৭ এবং ৮ নভেম্বর,২০২৫।

২) এফএমজিই (ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগজ়ামিনেশন (এফএমজিই) — ১৭ জানুয়ারি, ২০২৬।

৩)ডিএনবি বিএস ফাইনাল থিওরি এগজ়ামিনেশন (ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড ব্রড স্পেশালিটি প্রোগ্রাম)— ১৮,১৯, ২০, ২১ ডিসেম্বর, ২০২৫।

৪) ডিএনবি এসএস ফাইনাল থিওরি এগজ়ামিনেশন (ডক্টরেট অফ ন্যাশনাল বোর্ড সুপার স্পেশালিটি)— ২৯, ৩০, ৩১ অক্টোবর, ২০২৫।

৫) ডিপ্লোমা ফাইনাল থিওরি এগজ়ামিনেশন— ৬, ৭, ৮ জানুয়ারি, ২০২৬।

পরীক্ষার্থীরা এনবিইএমএস-এর ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকেই ‘পাবলিক নোটিস’ বিভাগ দেখতে পারবেন। এর পর সেখান থেকে পরীক্ষার সূচি দেখে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন