— ফাইল চিত্র।
চাকরিহারা 'যোগ্য' শিক্ষক যাঁরা পুরনো চাকরিতে ফিরে গেছেন তাঁদের বেতন সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশের পর এ বার এমপ্লয়ি আইডি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। দফতরের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এমপ্লয়ি আইডি বা শনাক্তকরণ নম্বর পুরনো চাকরিতে যা ছিল তা-ই থাকবে।
২০১৬ শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হওয়ায় চাকরিহারা হয়ে পড়েছিলেন প্রায় ২৬০০০ মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 'যোগ্য', যাঁদের বিরুদ্ধে কোনও রকম দুর্নীতি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি, তাঁরা আগের চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল তাঁদের কাজের ধারাবাহিকতা নিয়ে।
এমপ্লয়ি আইডি বা কর্মী শনাক্তকরণ নম্বর কী হবে তাঁদের ক্ষেত্রে? ২০১৬ নিয়োগ নম্বর বহাল থাকবে, না কি তার আগের নম্বর ফের কার্যকর করা হবে!
শিক্ষা দফতর সূত্রের খবর, নতুন করে যাতে কোনও জটিলতা বা আইনি সমস্যা না তৈরি হয়, সে দিকে নজর রাখা হচ্ছে। তাই ২০১৬ কোনও প্রোফাইল বা এমপ্লয়ি আইডি-র অস্তিত্ব রাখতে চাইছে না দফতর। তাই সিদ্ধান্ত হয়েছে ২০১৬ আগের পুরনো এমপ্লয়ি নম্বর ফিরিয়ে নিয়ে আসা হবে।
এ প্রসঙ্গে 'যোগ্য' চাকরিহারা সঙ্গীতা সাহা বলেন, "আমরা যারা পুরনো চাকরিতে ফিরতে চাইছি তাদের আগের এমপ্লয়ি আইডি নম্বর দেওয়ার ফলে আইনি জটিলতা অনেকটা এড়ানো যাবে। বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে আইনি সমস্যা তৈরি হলেও যাঁরা পুরনোও চাকরিতে ফিরছে তাঁদের চাকরি বজায় থাকবে।"
উল্লেখ্য, ইতিমধ্যেই পুরনো চাকরিতে ফিরে যাওয়া কর্মীদের বেতনক্রম নিয়েও কাজ শুরু হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফে বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা অবিলম্বে পুরনো চাকরিতে ফিরে যাওয়া কর্মীদের বেতনক্রম তৈরি করেন। এই মর্মে সমস্ত জেলার স্কুল জেলা পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে।