NIT Durgapur Recruitment 2024

এনআইটি দুর্গাপুরে কেন্দ্রীয় সংস্থার প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৮:২৩
NIT Durgapur

এনআইটি দুর্গাপুর। সংগৃহীত ছবি।

দুর্গাপুরের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পে কর্মী প্রয়োজন। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের গণিত বিভাগে গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। যার নাম— ‘রোটেটিং অ্যান্ড ম্যাগনেটাইজ়ড ডাবল-ডিফিউসিভ কনভেকশন’। এতে অর্থ সহায়তা করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।

প্রকল্পটিতে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন মাস। প্রকল্পে আবেদনকারীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্তকে প্রতি মাসে ৩১ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাথমেটিক্স/ অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স/ পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে সিএসআইআর-ইউজিসি নেট বা গেট-এও। যাঁদের ফ্লুয়িড ডায়নামিক্স নিয়ে জ্ঞান বা একটি কোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা রয়েছে, তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন