MTech Admission 2025

কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন? এ বার উচ্চ শিক্ষার সুযোগ মিলতে পারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এটি তিন বছরের একটি কোর্স। সম্পূর্ণ নাম ‘এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১১:৪৪
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার অধীনস্থ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। এটি তিন বছরের একটি কোর্স। সম্পূর্ণ নাম ‘এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ছ’টি সেমেস্টারে ক্লাস চলবে। প্রতিটি সেমেস্টারের কোর্সমূল্য ৩২ হাজার ৭৫ টাকা, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই)/ ইনফরমেশন টেকনোলজি (আইটি)/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)-এ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি থাকলে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ৮ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন অথবা প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন।

Advertisement
আরও পড়ুন