CU Recruitment 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগের ইন্টারভিউ কবে?

নিযুক্তদের প্রতি মাসে ১২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৮:০৫
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সমাজবিজ্ঞান নিয়ে যাঁদের পড়াশোনা, তাঁদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ রয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় অর্থপুষ্ট একটি প্রকল্পের কাজ হবে। ওই প্রকল্পের জন্যই গবেষক প্রয়োজন। এ ক্ষেত্রে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মধ্যে যাচাই করা হবে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড লিটারারি জিওগ্রাফি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ট্রান্সলেটিং অ্যান্ড ডকুমেন্টিং টোটো কালচারাল টেক্সটস’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) পূর্বাঞ্চলীয় কেন্দ্র।

প্রকল্পে প্রজেক্ট ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রকল্পের জন্য প্রথমে দু’মাসের জন্য গবেষক নিয়োগ করা হবে। পরবর্তীকালে এই মেয়াদ এক মাস বা তার বেশি সময় পর্যন্ত বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্তদের প্রতি মাসে ১২,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের হিউম্যানিটিজ় বা সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি বাংলায় কথোপকথন এবং বাংলা ও ইংরেজিতে লেখালিখির দক্ষতা থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ৮ অগস্ট দুপুর সাড়ে ১২টা থেকে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন