PG Admission in 2025

কুয়েট ছাড়াই স্নাতকোত্তর পড়া যাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

সম্প্রতি প্রতিষ্ঠানে রবীন্দ্রনৃত্য, যোগ, তবলা, মনিপুরী নৃত্য, কথাকলি নৃত্য, হিন্দি, ইতালি, কম্পিউটার সায়েন্স, অ্যান্থ্রোপলজি, শিক্ষা, ফ্রেঞ্চ, দর্শন এবং আরও বেশকিছু বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্নাতকের পর স্নাতকোত্তর পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানে রবীন্দ্রনৃত্য, যোগ, তবলা, মণিপুরী নৃত্য, কথাকলি নৃত্য, হিন্দি, ইতালি, কম্পিউটার সায়েন্স, অ্যান্থ্রোপলজি, শিক্ষা, ফ্রেঞ্চ, দর্শন এবং আরও বেশকিছু বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

যে সব শূন্য আসনে এখনও ভর্তি হয়েনি কেউ, সেই সব শূন্য আসনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) উত্তীর্ণ না হলেও আবেদন করা যাবে। আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

বিশ্বভারতীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৫ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখুন।

Advertisement
আরও পড়ুন