PG Admission 2025

পারফর্মিং আর্টস বা অ্যাস্ট্রোফিজ়িক্স, নানা বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে কলা বিভাগের মোট আটটি বিষয় এবং বিজ্ঞান বিভাগের মোট ১২টি বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১১:০৮
From performing arts to astrophysics! Presidency University offers higher education opportunities in multiple subjects.

পারফর্মিং আর্টস থেকে অ্যাস্ট্রোফিজ়িক্স! প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দিচ্ছে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জয়েন্ট বোর্ডের হাত থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষমতা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। তার পরই ২৬ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত স্নাতকোত্তর স্তরে ২০টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ করা হবে বলে জানান হয়।

Advertisement

২০১৫ থেকে প্রেসিডেন্সির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিত। ১০ বছর পর স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়ার দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলা বিভাগের আটটি বিষয় এবং বিজ্ঞান বিভাগের ১২টি বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করানো হবে।

কলা বিভাগের বিষয়গুলি হল— বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, পারফর্মিং আর্টস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা। বিজ্ঞান শাখার বিষয়গুলি হল— গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, ভূগোল, লাইফ সায়েন্সেস, মলিকিউলার বায়োলজি, অ্যাপ্লায়েড ইকোনমিক্স, অ্যাপ্লায়েড জিয়োলজি, অ্যাস্ট্রোফিজ়িক্স, বায়োটেকনোলজি এবং ভায়রোলজি অ্যান্ড ইমিউনোলজি।

উল্লিখিত বিষয়ে ২০২৪ এবং ২০২৫ শিক্ষাবর্ষে মেজ়র বা অনার্স কোর্সে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকে ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। ওই নম্বর এবং দ্বাদশে প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ মিলিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ওই তালিকা ২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

সোমবারের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, ৪০:৬০ ‘অ্যাকাডেমিক ওয়েটেজ’-এর ভিত্তিতে প্যানেল তৈরি করে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাবও দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটি।

Advertisement
আরও পড়ুন