NEET UG West Bengal Seat Matrix 2025

শুরু নিট ইউজি কাউন্সেলিং, রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে আসনসংখ্যা কত?

এ বছরের নিট ইউজিতে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২ লক্ষ ৩৬ হাজার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৭:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছরের নিট ইউজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডার গ্র্যাজুয়েশন) উত্তীর্ণদের জন্য গত সপ্তাহেই প্রকাশ করা হয়েছিল কাউন্সেলিংয়ের সময়সূচি। এ বার দেশের বিভিন্ন কলেজে পড়ুয়াদের কতসংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে, সে সম্পর্কিত তথ্যও বিস্তারিত ভাবে প্রকাশ করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)।

Advertisement

এ বছরের নিট ইউজি উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২ লক্ষ ৩৬ হাজার। এ বছর উত্তীর্ণরা দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং অন্য মেডিক্যাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে যথাক্রমে ১ লক্ষের বেশি এবং ২৫ হাজারের বেশি সংখ্যক আসনে ভর্তির সুযোগ পাবেন।

কাউন্সেলিং হবে মোট চারটি রাউন্ডে। গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে প্রথম রাউন্ডের ভর্তি প্রক্রিয়া। এর পর আসনসংখ্যা পূরণ না হলে একটি ‘স্ট্রে ভ্যাকেন্সি’ রাউন্ডের আয়োজন করা হবে। যার মাধ্যমে বাকি পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে।

প্রথম রাউন্ডে পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে শূন্য আসনের সংখ্যা কত?

১) ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা— ২০০।

২) এমস কল্যাণী— ১২৫।

৩) বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ— ২০০।

৪) বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল— ১০০।

৫) বর্ধমান মেডিক্যাল কলেজ— ২০০।

৬) ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ— ২৫০।

৭) কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতাল, কল্যাণী— ১২৫।

৮) কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল— ১২৫।

৯) কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল— ১০০।

১০) ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল— ১০০।

১১) ইএসআইসি, জোকা— ১২৫।

১২) কলকাতা মেডিক্যাল কলেজ— ২৫০।

১৩) জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

১৪) ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

১৫) মালদহ মেডিক্যাল কলেজ— ১২৫।

১৬) মেদিনীপুর মেডিক্যাল কলেজ— ২০০।

১৭) মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ— ১২৫।

১৮) নীলরতন সরকার মেডিক্যাল কলেজ— ২৫০।

১৯) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ— ২০০।

২০)প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

২১) পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

২২) রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

২৩)রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

২৪) আর জি কর মেডিক্যাল কলেজ— ২৪৯।

২৫) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

২৬) তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ— ১০০।

উল্লেখ্য, কাউন্সেলিংয়ের ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটার মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। এ ছাড়া, এমপ্লয়িজ় স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) কলেজ, ডিমড বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমস, জিপমার, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও এমবিবিএস কোর্সে পড়ুয়াদের ভর্তির সুযোগ মিলবে।

Advertisement
আরও পড়ুন