WB PG Admission 2025

রাজ্যেই বায়োটেকনোলজি নিয়ে স্নাতকোত্তরে পড়ার সুযোগ! ভর্তি শুরু সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে

আগ্রহীরা একসঙ্গে যে কোনও তিনটে বিষয়ে ভর্তি হওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন। বায়োটেকনোলজি ছাড়াও কুড়মালি, অ্যান্থ্রোপলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ়, সাঁওতালি, স্পোর্টস সায়েন্সের মতো বিষয়েও স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৩:১৮
Sidho-Kanho-Birsha University.

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বায়োটেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে। তবে, উল্লিখিত বিষয়টি ছাড়াও মোট ৩৪টি বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। মোট ১,৮৩৬টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

বিষয়গুলি কী কী?

কুড়মালি, অ্যান্থ্রোপলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ়, স্পোর্টস সায়েন্স, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, বাংলা, ইংরেজি, ম্যাথ্মেটিক্স, ভূগোল, ইতিহাস, সাঁওতালি, সংস্কৃতি, দর্শন, অর্থনীতি, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, মনোবিদ্যা, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বিষয়গুলি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে। মাস্টার অফ আর্টস, মাস্টার অফ ল (এলএলএম), মাস্টার অফ সায়েন্স (এমএসসি), মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার অফ পারফর্মিং আর্টস, মাস্টার অফ স্পোর্টস সায়েন্স ডিগ্রি কোর্সের অধীনে এই সমস্ত বিষয় পড়তে পারবেন।

কারা ভর্তি হতে পারবেন?

২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে যে কোনও শিক্ষাবর্ষে উল্লিখিত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের অধীনে যাঁরা উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরা ভর্তির আবেদন করতে পারবেন। তবে, উল্লিখিত বিষয়ে সেলফ ফিনান্সিং কোর্স করে থাকলে, তাঁরা আবেদন করতে পারবেন না।

কী ভাবে যোগ্যতা যাচাই?

স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। এ ক্ষেত্রে স্নাতকের পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পাওয়া দরকার।

আবেদনের শর্তাবলি:

আগ্রহীরা মোট তিনটে বিষয়ে একসঙ্গে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন। তবে, সেলফ ফিনান্সিং কোর্সের (বায়োটেকনোলজি, গণজ্ঞাপন এবং সাংবাদিকতা, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এবং স্পোর্টস সায়েন্স, কুড়মালি) ক্ষেত্রে তিনের বেশি কোর্সের জন্য় আবেদনের কোন নিষেধাজ্ঞা নেই।

ফি সংক্রান্ত তথ্য:

  • ল্যাবভিত্তিক বিষয়ের জন্য প্রথম সেমিস্টারে ৩,২৬০ টাকা এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ২,৪৩০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
  • সেলফ ফিনান্সিং কোর্সের ক্ষেত্রে খরচ ৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

কী ভাবে আবেদন?

  • অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনের জন্য সরকারি পরিচয়পত্র, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মার্কশিটের মতো নথি আপলোড করা আবশ্যক।
  • অনলাইনেই নথি যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর জন্য আলাদা করে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার দরকার নেই।
  • ভর্তির জন্য যাঁদের বেছে নেওয়া হবে, তাঁদের ফোন, মেসেজ কিংবা ইমেল মারফত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:

  • ৮ অগস্ট থেকে পোর্টাল মারফত আবেদন গ্রহণ করা হবে।
  • আবেদনের শেষ দিন ২০ অগস্ট।
  • নথি যাচাইয়ের কাজ ২১ এবং ২২ অগস্টের মধ্যে সম্পূর্ণ করা হবে।
  • ২৫ থেকে ২৮ অগস্ট পর্যন্ত প্রথম মেধাতালিকা প্রকাশের পাশাপাশি, অনলাইনে ভর্তি প্রক্রিয়াও চলবে।
  • ১০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত আসনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে আগ্রহীরা নিয়মিত ভাবে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (skbu.ac.in) নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন