Photography Course 2025

লেন্সে গল্প বোনার রকমসকম! কোথায় কী পড়ানো হয়? উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার সুযোগ কেমন?

রাজ্যে তো বটেই, দেশের একাধিক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফটোগ্রাফি কিংবা চিত্রশিল্প সম্পর্কে ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করানো হয়। কোথায়, কত খরচে, কারা পড়তে পারবেন— রইল সুলুক সন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৮:০২

কলকাতায় না থাকলেও ছবি দেখলেই সে শহরের কাহিনি এক পলকে জেনে নেওয়া যায়। হাজার হাজার লেন্সের ঝলকানিতে শহরের অলিগলির গল্প পৌঁছে যায় বিশ্বের দরবারে। সেই কাহিনি যাঁরা লেখেন, তাঁদের হাতে কলমের বদলে থাকে ক্যামেরা। ওই যন্ত্রের সাহায্য তাঁরা না বলা, না জানা কাহিনি লেখেন। এই কাহিনি লেখার জন্য প্রথাগত পদ্ধতিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

রাজ্যে তো বটেই, দেশের একাধিক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফটোগ্রাফি কিংবা চিত্রশিল্প সম্পর্কে ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করানো হয়। কোথায়, কত খরচে, কারা পড়তে পারবেন— রইল সুলুক সন্ধান।

কী কী কোর্স করানো হয়?

  • সুরেন্দ্রনাথ কলেজের তরফে ফোটোগ্রাফি নিয়ে একটি ৩০ ঘণ্টার সার্টিফিকেট কোর্স করানো হয়। কলেজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোর্স ফি ১,০০০ টাকা।
  • পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ ফোটোগ্রাফি এবং ভিডিয়ো প্রোডাকশনের একটি কোর্স করায়। কোর্সটি ৩৯০ ঘণ্টার।
  • কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রকের তরফেও ফোটোগ্রাফি নিয়ে বিশেষ সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে।
  • এ ছাড়াও ফোটোগ্রাফি নিয়ে ব্যাচেলর অফ ফাইন আর্টস (বিএফএ) এবং ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। এই ডিগ্রি কোর্সটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন, জওহরলাল নেহরু আর্কিটেকচার অ্যান্ড ফাইন আর্টস ইউনিভার্সিটি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-য় পড়ানো হয়।

কারা সুযোগ পাবেন?

  • সার্টিফিকেট কোর্সগুলির ক্ষেত্রে সাধারণত দশম উত্তীর্ণদের সুযোগ দেওয়া হয়ে থাকে। তবে, কিছু কোর্সে দ্বাদশ উত্তীর্ণ বা স্নাতকদের ভর্তি নেওয়া হয়।
  • স্নাতক স্তরের ডিগ্রি কোর্সের জন্য যে কোনও বিষয়ে দ্বাদশ উত্তীর্ণ হওয়া আবশ্যক। এ ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।

কী কী বিষয় শেখানো হয়?

পাঠ্যক্রম অনুযায়ী, ডিজিটাল ফোটোগ্রাফির ধরন, কোন লেন্সে কেমন ছবি তোলা যায়— এই বিষয়গুলি শিখিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও পোট্রেট (মুখচ্ছবি), ল্যান্ডস্কেপ (চিত্রপট), ফ্যাশন, প্রকৃতি, অরণ্য, খাবার— বিষয় ভেদে ছবি তোলার জন্য কী কী বিষয় মাথায় রাখা দরকার, কোন ক্ষেত্রে কেমন লেন্স দরকার, সেই বিষয়গুলিও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।

খরচ

  • কোর্স ফি হিসাবে ১,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধার্য করা হয়ে থাকে।
  • বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে এই ধরনের কোর্সের ক্ষেত্রে ২৫ হাজার থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।
Advertisement
আরও পড়ুন