SSC re-interview

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ ইন্টারভিউয়ে ডাক আর‌ও ৪৮ প্রার্থীকে! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র

হাইকোর্টের নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই প্রার্থীদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৮:৪৩
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ ইন্টারভিউয়ে আর‌ও ৪৮ জনকে ডাকল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৮ জানুয়ারি এদের ইন্টারভিউ হবে কমিশনের নতুন ভবনে।

Advertisement

হাইকোর্টের নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করে কমিশন। এই প্রার্থীদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর। সেখানে উপস্থিত ছিলেন ৭৮ জন চাকরিপ্রার্থী। তথ্য যাচাইয়ের পর ৪৮ জন চাকরিপ্রার্থী ইন্টারভিউযের ডাক পেলেন।

উল্লেখ্য, একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ আদালতের দ্বারস্থ হয়ে ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। তাঁদের দাবি ছিল, এই জাতিগত বিভাগ লিখলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম উঠবে এবং তাঁরা ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ে সুযোগ পাবেন। কলকাতা হাই কোর্ট তাঁদের এই আবেদন মঞ্জুর করেছিল। সেই আবেদনের ভিত্তিতে ১৫৪ জন চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছিল। এই ৪৮ জন বাদে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানাচ্ছে এসএসসি।

Advertisement
আরও পড়ুন