SSC Recruitment Scam

নিয়োগ দুর্নীতির মামলা করেছিলেন ‘দাগি’রাই! এসএসসি প্রকাশিত নয়া তালিকায় নাম লক্ষ্মী টুঙ্গাদের

বুধবার রাতে স্কুল সার্ভিস কমিশনের তরফে ওয়েটিং লিস্টে থাকা দাগিদের যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে তা হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা। তাঁর দাবি, মূল মামলাকারীদের অন্যতম লক্ষ্মী টুঙ্গার নাম রয়েছে সিবিআই য়ের দেওয়া ‘দাগি’ তালিকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:০৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের চাকরি না পেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বেশ কয়েকজন প্রার্থী। তার ভিত্তিতেই গত বছর এপ্রিলে চাকরি খোয়াতে হয়েছে ২০১৬ এসএসসি-র প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে। এ দিকে দেখা গিয়েছে, যাঁরা মামলা করেছিলেন তাদের অনেকের নামই রয়েছে ‘দাগি’ হিসাবে।

Advertisement

বুধবার রাতে স্কুল সার্ভিস কমিশনের তরফে ওয়েটিং লিস্টে থাকা দাগিদের যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে তা হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা। তাঁর দাবি, মূল মামলাকারীদের অন্যতম লক্ষ্মী টুঙ্গার নাম রয়েছে সিবিআই য়ের দেওয়া ‘দাগি’ তালিকায়। ফলে ‘যোগ্য’ হয়েও চাকরি হারানো শিক্ষকেরা মামলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, “এটি প্রথম থেকেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই তালিকা প্রকাশের পর আর‌ও পরিষ্কার হল। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই নির্দোষ ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের প্যানেল বাতিল করানো হয়েছিল। এ জন্য যেমন দায়ী রাজ্য সরকারের দুর্নীতি। অন্য দিকে রাজনৈতিক ভাবে প্রভাবিত আইনজীবীরাও দায়ী।”

বুধবার গভীর রাতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এক তালিকা প্রকাশ করে এসএসসি। সেখানে ২০১৬-র প্যানেলে নাম থাকলেও চাকরি না পাওয়া প্রার্থীদের উল্লেখ রয়েছে। অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন এই প্রার্থীরা। তালিকা অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা ‘দাগি’ শিক্ষক পদপ্রার্থীর সংখ্যা ২৫০ এবং শিক্ষাকর্মীর সংখ্যা ১৮৫৩। এঁদের সকলেরই ওএমআর-এ অসঙ্গতি পাওয়া গিয়েছে। হাইকোর্টের নির্দেশে বুধবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে ওয়েটিং লিস্টে থাকা ‘দাগি’দের নাম, রোল নাম্বার, বাবার নাম, বিষয়ের বিস্তারিত তথ্য রয়েছে।

চাকরিহারা গ্রুপ-সি কর্মী অমিত মণ্ডল বলেন, “যাঁদের মামলার ভিত্তিতে পুররো প্যানেল বাতিল হল তাঁরাই তো ‘দাগি’। লক্ষ্মী টুঙ্গা-সহ একাধিক প্রার্থীর নাম এই তালিকায় রয়েছে যাঁরা মামলা করেছিলেন।

উল্লেখ্য, এর আগে ১৮০৬ জন ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শিক্ষা কর্মীদের ক্ষেত্রে ৩৫১২ জনের ‘দাগি’ তালিকা প্রকাশ করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন