WB School summer holidays

প্রাথমিক স্কুলে‌ও পড়ুয়াদের জন্য কমলো গরমের ছুটি, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন শিক্ষকমহলে

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মাধ্যমিকের পর রাজ্যের প্রাথমিক স্কুলেও কমছে গরমের ছুটি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৬-এর যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে গরমের ছুটি দেওয়া হয়েছে ১১-১৬ মে।

Advertisement

এর আগেই জানানো হয়েছিল রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে মাত্র ৬ দিন গ্রীষ্মের ছুটি থাকবে। কিন্তু কেন কমিয়ে দেওয়া হল নির্ধারিত এই ছুটি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

যদিও শিক্ষক মহলের একাংশের দাবি, গত কয়েক বছরে দেখা গেছে তাপপ্রবাহজনিত কারণে নির্ধারিত গ্রীষ্মাবকাশের অনেক আগেই ছুটি দিয়ে দিতে হয়েছে। সে ছুটি প্রলম্বিত হয়েছে প্রায় দেড় মাস। এই অতিরিক্ত ছুটি রাজ্য সরকারের তরফে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজে। তাই শিক্ষা দফতরের ক্যালেন্ডারে গ্রীষ্মের ছুটি কমিয়ে দেওয়া হচ্ছে। তবে, পুজোর ছুটি টানা ২৫ দিনই ধার্য হয়েছে প্রাথমিক স্কুলগুলির জন্য।

এ প্রসঙ্গে নারায়ণদাস বাঙ্গুর স্কুলে প্রধানশিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, “অতিরিক্ত গরমের ছুটি দিচ্ছে সরকার, তাই পর্ষদের কাছে এই ছুটি গুরুত্ব কমছে। ২০২৫ শিক্ষাবর্ষে ১১ দিন ছুটি ছিল, আগামী বছর তা কমে হয়েছে ৬ দিন।”

সার্বিক ভাবেই স্কুলের ছুটির সংখ্যা কমেছে। আগে সারা বছরে স্কুলগুলিতে ৮০ দিন ছুটি থাকত। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, “সার্বিক ভাবেই যদি আগের মতো ৮০ দিন ছুটি দেওয়া হত, তা হলে কোনও সমস্যাই থাকত না।”

Advertisement
আরও পড়ুন